adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইলটকে ছাড়িয়ে মুশফিক

mushfiqস্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে প্রথম আঘাতটা হেনেছিলেন অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ইংল্যান্ডের অভিষিক্ত খেলোয়াড় বেন ডাকেটকে ফিরিয়ে দিয়ে। স্টুয়ার্ট ব্রডকে আউট করে ইংলিশ ব্যাটিং লাইনআপের ইতিও টানলেন এই তরুণই। চমৎকার এক বলে ব্রডকে উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। বল গল্গাভসবন্দি করতে কোনো ভুল করেননি মুশফিক। আর ব্রডের ক্যাচটি ধরার মাধ্যমেই বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক হয়ে যান এই উইকেটরক্ষক। ৪৯তম টেস্ট খেলা মুশফিকের এটি ৮৮তম ডিসমিসাল। ৭৭টি ক্যাচের সঙ্গে করেছেন ১১টি স্টাম্পিং।

৮৭ ডিসমিসাল নিয়ে এতদিন রেকর্ডটির মালিক ছিলেন সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। ৪৪ টেস্টের ক্যারিয়ারে মাসুদের ক্যাচ ছিল ৭৮টি, আর স্টাম্পিংয়ের সংখ্যা নয়। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে মুশফিকের ডিসমিসাল সংখ্যা ছিল ৮৬টি। প্রথম দিন মিরাজের বলেই মইন আলির দেওয়া ক্যাচটি ধরে খালেদ মাসুদ পাইলটের পাশে বসেছিলেন, আর দ্বিতীয় দিনে ব্রডের ক্যাচটি ধরে মাসুদকে দুইয়ে ঠেলে চলে যান শীর্ষে। বাংলাদেশ টেস্ট দলের মূল উইকেটরক্ষকের দায়িত্ব সামলানো অন্যরা অবশ্য এই দু'জনের তুলনায় ম্যাচ এবং ডিসমিসাল সংখ্যায় অনেক পিছিয়ে। দুই টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা মোহাম্মদ সেলিমের ডিসমিসাল চারটি, একটি স্টাম্পিংয়ের পাশাপাশি নিয়েছিলেন তিনটি ক্যাচ। আর তিন টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করা লিটন দাসের ডিসমিসাল সংখ্যা তিন, সবই ক্যাচ। ২০০১ সালে জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টেস্টে খালেদ মাসুদের চোটের কারণে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন ওপেনার মেহরাব হোসেন অপি, ওই ম্যাচে একটি ক্যাচ নিয়েছিলেন তিনি। রাজিন সালেহ, ইমরুল কায়েস বা মাহমুদুল্লাহ রিয়াদও উইকেটের পেছনে দাঁড়িয়েছেন। তবে সেটা বরাবরই ম্যাচের মাঝে সাময়িক দায়িত্ব হিসেবে। বেশিরভাগ সময়ই মূল উইকেটরক্ষকের চোটের কারণে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া