adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়লার ‘দেখবেন-চেক করবেন’ বিজ্ঞাপন নিয়ে তোলপাড়

nailaবিনোদন ডেস্ক : ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় মডেল ও অভিনেত্রী নায়লা নাইমের 'দেখবেন, ধরবেন, চেক করবেন' বিজ্ঞাপন নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা।

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের ইপিডিমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, 'নায়লা নাইম নামের এক `বিখ্যাত` মডেল অভিনীত এক বিজ্ঞাপন ছাড়া হয়েছে। বানিয়েছে এডকম-এর মতো নামি এজেন্সি। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির লোগো দিয়ে তাকে স্পন্সর করা হয়েছে। চরম নোংরামি। প্রতিবিপ্লব একেই বলে। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সারভাইভারদের সংগঠন যখন সশরীরে ছুটে বেড়াচ্ছে নারীর এই নীরব ঘাতকের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে, তখন ভুল-ভ্রান্তি ভরা তথ্যে, অশ্লীল আহ্বানের মেশাল দিয়ে নারী দেহকে পণ্য হিসেবে তুলে ধরার এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।'

১ মিনিট ৫৮ সেকেন্ডের বিজ্ঞাপনটি গত ১৫ অক্টোবর 'চেকমেট' নামের একটি পেজে আপ করা হয়। তবে বিজ্ঞাপনের ভাষা খুবই নোংরা।

বিজ্ঞাপনটি যে পেজে আপ করা হয়েছে সেখানেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

আসজাদ রহমান নামের একজন লেখেন, 'ব্রেস্ট ক্যান্সারের মতো একটা alarming issue কে এইভাবে নগ্নতা না দিলেও চলত। মডেলের চাইতে এইখানে চেকমেট নামক এই কোম্পানির প্রতি আমার করুণা। প্রচারের জন্য যা ইচ্ছা তাই বানানো উচিত না।'

সাদিকুল মঈন নামের একজন লেখেন, 'Video'টা দেখলাম, আমার বিশ্বাস এটা আর যাই হোক কোন সচেতনতা তৈরির প্রচারণা হতে পারেনা । স্তন Cancer এর প্রতি আকর্ষণ আর নিজ স্তন-এর প্রতি আকর্ষণ এর যুক্তিযুক্ত সুস্থ ও সঠিক পার্থক্য সম্পর্কে সঠিক ব্যাখ্যা না বোঝার রুগ্ন ফল।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া