adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের সম্মেলন – ১৯৪৯ থেকে ২০১৬

a-wডেস্ক রিপাের্ট : ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের। ততকালীন মুসলিম লীগের প্রগতিশীল একটি অংশের উদ্যোগে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে গঠিত হয়েছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। প্রায় ৬৭ বছর পরে ২০১৬ সাল দলের কাউন্সিল নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। কে হচ্ছেন সাধারণ সম্পাদক এ নিয়ে দলের ও দলের বাইরের অনেকের মধ্যে রয়েছে নানা জল্পনা-কল্পনা।

এ জল্পনা-কল্পনাকে আরও বেগবান করেছে সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতি পদে না থাকার ইঙ্গিত।

ইতিহাস থেকে জানা গেছে, প্রতিষ্ঠাকালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী দলটির সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাবন্দি শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।

বঙ্গবন্ধু তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনীতে’ লিখেছেন, “কোথাও হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতে সম্মেলনের কাজ শুরু হয়েছিল। সকলেই একমত হয়ে নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করলেন; তার নাম দেয়া হল- ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। আমি মনে করেছিলাম, পাকিস্তান হয়ে গেছে। সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নাই। একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে, যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে।

প্রথম সম্মেলন: ২৩ ও ২৪ জুন ১৯৪৯; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শামসুল হক।

দ্বিতীয় সম্মেলন: ১৪ থেকে ১৬ নভেম্বর ১৯৫৩; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।

তৃতীয় সম্মেলন: ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ১৯৫৫; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।

চতুর্থ সম্মেলন: ৭ ও ৮ ফেব্রুয়ারি ১৯৫৭; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।টাঙ্গাইলের কাগমারীতে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বিশেষ সম্মেলন: ১৩ ও ১৪ জুন ১৯৫৭; সভাপতি: মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান। সভাপতি পদত্যাগ করে ন্যাপ গঠন করলে ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।

পঞ্চম সম্মেলন: ৬ ও ৮ মার্চ ১৯৬৪; সভাপতি: মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান।

ষষ্ঠ সম্মেলন: ১৮ থেকে ২০ মার্চ, ১৯৬৬; সভাপতি: শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।

সপ্তম সম্মেলন: ১৯ আগস্ট, ১৯৬৭; সভাপতি: শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।

অষ্টম সম্মেলন: ৪ জুন, ১৯৭০; সভাপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: তাজউদ্দীন আহমদ।

নবম সম্মেলন: ৭ ও ৮ এপ্রিল, ১৯৭২; সভাপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।

দশম সম্মেলন: ১৮ থেকে ২০ জানুয়ারি, ১৯৭৪; সভাপতি: এ এইচ এম কামারুজ্জামান, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।

১১তম সম্মেলন: ৩ ও ৪ এপ্রিল, ১৯৭৭; আহ্বায়ক: সৈয়দা জোহরা তাজউদ্দীন। তবে, এর আগে ১৯৭৬ সালে দল পুনরুজ্জীবনের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মহিউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরী দায়িত্ব পালন করেন।

১২তম সম্মেলন: ৩ থেকে ৫ মার্চ, ১৯৭৮; সভাপতি: আবদুল মালেক উকিল, সাধারণ সম্পাদক: আবদুর রাজ্জাক।

১৩তম সম্মেলন: ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৯৮১; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: আবদুর রাজ্জাক। রাজ্জাক বহিষ্কৃত হলে সৈয়দা সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন।

১৪তম সম্মেলন: ১ থেকে ৩ জানুয়ারি, ১৯৮৭; সভাপতি: শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক: সৈয়দা সাজেদা চৌধুরী।

১৫তম সম্মেলন: ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, ১৯৯২; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।

১৬তম সম্মেলন: ৬ ও ৭ মে, ১৯৯৭; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান।

১৭তম সম্মেলন: ২৬ ডিসেম্বর, ২০০২; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: আবদুল জলিল।

১৮তম সম্মেলন: ২৪ জুলাই ২০০৯; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: সৈয়দ আশরাফুল ইসলাম।

১৯তম সম্মেলন: ২৯ ডিসেম্বর, ২০১২; সভাপতি: শেখ হাসিনা, সাধারণ সম্পাদক: সৈয়দ আশরাফুল ইসলাম

২০ তম সম্মেলন: ২২ও২৩ অক্টোবর২০১৬। তবে এখনও অনিশ্চিত কে হবেন দলের নতুন কান্ডারি। সভাপতি পদে নতুন কোনো মুখ আসছে কি না? না বর্তমান সভাপতিই নিজ পদে বহাল থাকবেন। অপর আর একটি পদ হচ্ছে সাধারণ সম্পাদক। তবে এ পদের অনেক ত্যাগী নেতাদের নাম শোনা গেলেও এ জন্য আগামীকাল রবিবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আমাদের।

উল্লেখ্য, শুধুমাত্র দলের চতুর্থ সম্মেলন ছাড়া অন্য সব সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া