adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭৮ রানের দারুণ ইনিংস খেলে ফিরে গেলেন তামিম

tamimক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ডকে ২৯৩ রানে থামিয়ে দিয়ে বোলাররা তাদের কাজটা ভালোমতোই করেছেন। এবার পালা ব্যাটসম্যানদের। সেই কাজটাও বেশ ভালোভাবেই করে চলছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। গ্যারেথ বাটি, ক্রিস উকস আর স্টুয়ার্ট ব্রডদের দারুণভাবে মোকাবেলা করেন দুই টাইগার ওপেনার।

তবে লাঞ্চের আগের ওভারে মঈন আলীর করা প্রথম ওভারেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে ইমরুলকে বোল্ড করেন মঈন। এরপর পঞ্চম বলে দ্রুতগতির বলটা স্বাভাবিকের চেয়ে বেশি লাফিয়ে ওঠায় সামলাতে পারেননি মমিনুল। সিলি পয়েন্টে স্টোকসকে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান।

২ উইকেট হারিয়ে ২৯ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ। ইমরুল ২১ আর মমিনুল কোনো রান করেই প্যাভিলিয়নে ফিরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৫ রান। মুশফিক ২২ ও সাকিব ১ রান নিয়ে ব্যাট করছেন।

লাঞ্চ থেকে ফিরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশের স্কোরটাকে এগিয়ে নিয়ে যান তামিম ইকবাল।এর আগে ইংলিশদের বিপক্ষে নবম ইনিংসে এসে পঞ্চম অর্ধশতকের দেখা পান তামিম ইকবাল। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টে দুটি সেঞ্চুরি আর চারটি হাফ সেঞ্চুরি করেন তামিম।

দলীয় ১১৯ রানে আদিল রশীদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্লিপে দারুণ এক ক্যাচ নেন জো রুট। এর আগে মঈন আলীর বলে আরেকটি দুর্দান্ত ক্যাচ নেন রুট। ধর্মসেনা আঙুলও তুলে দেন তামিমের বিপক্ষে।

তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেচে যান তামিম। তবে দলীয় ১৬৫ রানে আর রক্ষা পাননি তামিম। গ্যারেথ বাটির বল তামিমের ব্যাট ছুঁয়ে জমা হয় জনি বেয়ারস্টোর গ্লাভসে। আউট হবার আগে ১৭৯ বলে ৭৮ রান করেন তামিম।

এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানেই থামিয়ে দেয় বাংলাদেশ। গতকাল ৫ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ আজ আরো একটি উইকেট নিয়েছেন। গতকালের ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড।

দিনের শুরুতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের মমিনুলের তালুবন্দী হয়ে ফেরেন ক্রিস ওকস। ৩৬ রান করেন এই ইংলিশ অলরাউন্ডার। এরপর আদিল রশীদকেও ফেরান বামহাতি তাইজুল। সাব্বির রহমানের দারুন এক ক্যাচে ফিরে যান উকস।

এরপর স্টুয়ার্ট ব্রডকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে ইংল্যান্ডকে গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া