adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযােগে আটক ৭

examনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে তিনজনের নাম নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন, আল ইমরান, ইমরান খান শোভন ও নওরীন জাহান। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবন থেকে আল ইমরানকে আটক করা হয়। এছাড়া শোভন ও নওরীনকে ইডেন কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়। আটকদের প্রক্টর অফিসে রাখা হয়েছে।

সকাল ১০টায় ‘ক’ ইউনিটের ১,৭৪৫টি আসনের বিপরীতে ৯০ হাজার ৪২৭ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়। সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৮টি ও ক্যাম্পাসের বাইরে ২৯টিসহ মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের জন্য পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়। ভর্তি পরীক্ষায় জালিয়াতি সংশ্লিষ্টদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করতে পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া