adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাকাবাজার ডটকমের যাত্রা শুরু

14813455_10210491724590186__244323ডেস্ক রিপাের্ট : গাড়ি কিংবা বাড়ির ঋণ কোনটি চান আপনি? সবচেয়ে কম সুদে কোন ব্যাংকে পাবেন এ ঋণ সুবিধা? আপনি কি ঋণ পাওয়ার যোগ্য? কত টাকা ঋণ পাবেন? এসব সমস্যার সমাধান মাত্র এক মিনিটেই পেয়ে যাবেন টাকাবাজার ডটকম ওয়েবসাইটে। দেশের ৫৬টি ব্যাংক ও ৩৩টি লিজিং কোম্পানির পণ্য ও সেবাসমূহ গ্রাহকদের যাচাই করার সুযোগ করে দিচ্ছে টাকাবাজার ডটকম ওয়েবসাইটি।

২১ অক্টােবর শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ ওয়েবসাইটটির শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওয়েবসাইটটি ব্যবহার করে গ্রাহকরা সহজেই জানতে পারবেন সারা দেশের সাড়ে নয় হাজারেরও অধিক ব্যাংকের শাখা কোথায় অবস্থিত। এছাড়া সাড়ে ছয় হাজার এটিএম বুথের অবস্থানও জানতে পারবেন গ্রাহকরা। ব্যাংকের কোন কোন শাখায় লকার সুবিধা রয়েছে তাও জানা যাবে এ ওয়েবসাইটি ব্যবহার করে। কোন ব্যাংকের ক্রেডিট র্কাড ব্যবহার করলে গ্রাহকরা তাদের কাঙ্খিত সুবিধা পাবেন তাও জানা যাবে ওয়েবসাইটটিতে।

সাইটটির উদ্যোক্তারা জানান, মূলত তথ্যের শক্তিকে ব্যবহার করে আর্থিক যে কোন ভোগান্তি থেকে জনগণকে সহায়তা করবে টাকাবাজার। আর্থিক তথ্যে প্রবেশ সহজতর করার মাধ্যমেই আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের লক্ষে গত দুই বছর যাবত নিরলস পরিশ্রম করছেন তারা। এ ওয়েবসাইটটিতে এতসব তথ্যের সমাবেশ ঘটানো হয়েছে যাতে গ্রাহকরা নিজেরাই নিজেদের ব্যাংকিং সমস্যার সমাধান করতে পারবেন। বিদেশে কত টাকা নেয়া যাবে, কিংবা কিভাবে এলসি খুলতে হয় তার সব ধরনের তথ্যও রয়েছে ওয়েবসাইটিতে এমনটাই জানালেন সিইও ড. আনোয়ার হোসেন। এছাড়া টাকার সাথে ডলার কিংবা ইউরোর বিনিময়ের হার কত, গ্রাহকের চাহিদা অনুযায়ী মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থিত তাও জানা যাবে।

অন্যদিকে বাংলাদেশের লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে তাদের ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকে সহজেই চিঠি লিখতে পারেন সে লক্ষে অসংখ্য চিঠির অনুলিপি রয়েছে ওয়েবসাইটটিতে। ব্যাংকিং সম্পর্কিত যে কোন প্রশ্নের সহজ সমাধানও রয়েছে এতে। গ্রাহকের প্রতিদিনের আর্থিক হিসাব নিকাশ মেলাতে আকর্ষণীয় সব ক্যালকুলেটরও এই ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া