adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনালী ব্যাংকের ৬৫ ভাগ ঋণ ৩০ গ্রাহকের কাছে

sonali-bankডেস্ক রিপাের্ট : ব্যাপকভাবে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের। ব্যাংকটির মোট ঋণের ৬৫ শতাংশ রয়েছে মাত্র ৩০ গ্রহীতার কাছে। কেন্দ্রীয় ব্যাংক এ প্রবণতাকে ঝুঁকিপূর্ণ মনে করে ব্যাংকটিকে সতর্ক করেছে। 

সোনালীর পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত ১৫০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে এমন গ্রাহকের সংখ্যা ৩০। এসব গ্রাহককে ব্যাংক ঋণ দিয়েছে ২২ হাজার ৪৪২ কোটি টাকা। ব্যাংকটির মোট ঋণ স্থিতি সাড়ে ৩৪ হাজার কোটি টাকা। ৩০ গ্রাহকের মধ্যে ১২ জন ঋণখেলাপি। তাদের কাছে আটকে রয়েছে ৩ হাজার ৫৮২ কোট টাকা। 

ব্যাংকটির সবচেয়ে বেশি ঋণ রয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের কাছে। এ প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের ঋণের পরিমাণ ৪ হাজার ৯৮২ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঋণের গ্রাহক আরেক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঋণের পরিমাণ ৪ হাজার ৩৪৯ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ ঋণগ্রহীতা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

 এ সংস্থার কাছে রয়েছে এক হাজার ২১৯ কোটি টাকার ঋণ। এরপরেই বেসরকারি খাতে বেক্সিমকো লিমিটেড ব্যাংকটির সর্বোচ্চ ঋণগ্রহীতা। বেক্সিমকোকে এক হাজার ১৯৪ কোটি ৭৩ লাখ টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। এ ছাড়া সরকারি লোকসানি প্রতিষ্ঠান চিনি ও খাদ্যশিল্প করপোরেশনকে এক হাজার ১১৩ কোটি টাকা এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে এক হাজার ৫ কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। এ ছাড়া নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, হলমার্ক ফ্যাশন লিমিটেড, বিএডিসি, বিপিসি, ম্যাক্স স্পিনিং, খাদ্য অধিদপ্তর, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ও আনোয়ারা স্পিনিং মিলসের কাছে ৫০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান এ বিষয় বলেন, ঋণ কেন্দ্রীভূত হওয়ায় একটা ঝুঁকি তৈরি করে। যাকে ব্যাংকিং ভাষায় 'কনসেনট্রেট রিস্ক' বলে। বাংলাদেশ ব্যাংক সব সময় ব্যাংকগুলোকে এ বিষয়ে সতর্ক করে আসছে। সোনালী ব্যাংককেও সতর্ক করা হয়েছে। 

সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদের মতামতের জন্য চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে অপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়া যে ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ তা সোনালী ব্যাংক কর্তৃপক্ষও জানে। কিন্তু কিছু করার নেই। রাষ্ট্রের মালিকানা থাকায় সরকারি প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঋণ দিতে হয়। 

প্রাপ্ত তথ্য মতে, ব্যাংকটির অনেক শাখা লোকসানি। সেখানে ব্যবসা বাড়ানো যাচ্ছে না। এ ছাড়াও নানান সমস্যায় রয়েছে দেশের সবচেয়ে বড় এই ব্যাংক। যে কারণে পুরো ব্যাংক খাত লাভজনকভাবে এগোলেও সোনালী ব্যাংক লোকসানে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবস্থাপনার সংকট ব্যাংকটির বড় দুর্বলতা। এ ছাড়া সরকারের বা রাজনৈতিক প্রভাবশালীদের হস্তক্ষেপ, আধুনিকায়নের ঘাটতি এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে 

প্রতিযোগিতাশীল মানসিকতার অভাবের কারণে ব্যাংকটি বাজারের সুযোগ কাজে লাগাতে পারছে না। সোনালী ব্যাংকের ২০১৫ সালের আর্থিক প্রতিবেদনের ওপর বহিঃনিরীক্ষকের অডিট রিপোর্টে বলা হয়েছে, ব্যাংকটি শীর্ষ খেলাপিদের থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ আদায় করতে পারছে না। হাজার হাজার মামলার কারণে যেমন ঋণ আটকে থাকছে তেমনি ব্যাংকের খরচও বাড়ছে। কয়েকজন গ্রাহকের কাছে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়ায় সাধারণ ঋণ বিতরণ বাড়ছে না। আমদানি অর্থায়নের বিল নগদায়ন হওয়ায় ঋণের বিপরীতে জামানতে ঘাটতি বাড়ছে। অন্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা ও আনকোটেড শেয়ারে বিনিয়োগ করে বিপুল অর্থ বিনিয়োগের বাইরে আটকে থাকছে। মেসার্স আজিজ হালিম খায়ের চৌধুরী ও মেসার্স আহমেদ অ্যান্ড আখতার চার্টার্ড অ্যাকাউনট্যান্টস এ প্রতিবেদন অডিট করেছে। 

বহিঃনিরীক্ষকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২২টি রিট মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় সোনালী ব্যাংক এক হাজার ৪৪৬ কোটি টাকা খেলাপি হিসেবে দেখাতে পারছে না। যদিও ব্যাংকের দাবি গত ৩১ আগস্ট পর্যন্ত ৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এতে জড়িত অর্থের পরিমাণ ৭৭ কোটি টাকা। অবশিষ্ট ১৯টি মামলায় 'এফিডেভিট ইন অপজিশন' দাখিল করা হয়েছে। এরমধ্যে ৫টি মামলা কজলিস্টভুক্ত হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দ্রুত এসব মামলা খারিজ করার নির্দেশ দিয়েছে। গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন আদালতে ব্যাংকটির মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৬টি। এসব মামলার বিপরীতে ১০ হাজার ৩৩২ কোটি টাকা আটকে আছে। 
সমকাল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া