adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে পাতলা ফোন

phoneডেস্ক রিপাের্ট : স্মার্টফোনের বাজারে জোরালো প্রতিযোগিতায় টিকে থাকতে অত্যাধুনিক ফিচারস সম্পন্ন দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল মোটোরোলা। ভারতে সোমবার থেকে শুরু হল সব থেকে স্টাইলিশ ও স্লিক ডিজাইনের মোটো জেড ও মোটো জেড প্লে মডেলের ফোন।

মাত্র ৫.২ মিলিমিটার মোটা মোটোর জেড ভার্সান । ৫.৫ ইঞ্চির পর্দার এই স্মার্টফোনে রেজ্যুলেশন ২৫৬০x ১৪৪০ পিক্সেল ৷ ফলে এতে যেকোনো ছবি বা ভিডিও দেখাবে দারুণ ঝকঝকে ৷ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮২০ প্রোসেসর থাকায় যেকোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপস এই ফোনে দারুণ চলবে ৷ এছাড়া রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ লেসার অটোফোকাস । ফোর কে ভিডিও রেকর্ডিং উইথ ডুয়াল প্লে ফ্ল্যাশ। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । ইমেজ স্ট্যাবিলাইজার থাকায় হাত নড়লেও ছবি উঠবে স্পষ্ট । ৬৪ জিবি ইনবিল্ড স্টোরেজ । মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে সেটি ২ টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই দুর্দান্ত ফির্চাসের ফোনটির ব্যাটারিও খুব শক্তিশালী, ২৬০০ এমএএইচ ।

অন্যদিকে, মোটো জেড প্লে-তে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে ৷ এতে রয়েছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৬২৫ প্রোসেসর। ৩ জিবি র‍্যাম । এছাড়া রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ লেসার অটোফোকাস । ফোর কে ভিডিও রেকর্ডিং উইথ ডুয়াল প্লে ফ্ল্যাশ । ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । ৩২ জিবি ইনবিল্ড স্টোরেজ । মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে সেটি ২ টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

এই দুই মডেলের ফোনেই অ্যানড্রয়েডের সবচেয়ে আধুনিক ভার্সান ৬.০.১ মার্সমালো রয়েছে ৷ মোটো জেড ও মোটো জেড প্লে-এর স্মার্ট লুকস এসেছে ন্যানো কোটিংয়ে ৷ দুটি ফোনেই পাওয়া যাবে ফোরজি এলটিই।

এই ফোনটি লাগাতার ৩০ ঘণ্টা টকটাইম ব্যাকআপ দেবে এবং ফোনটির দুর্দান্ত শক্তিশালী চার্জারের কারণে মাত্র ১৫ মিনিটেই ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

ভারতের বাজারে মোটো জেড-এর দাম রাখা হয়েছে ৩৯ হাজার ৯৯৯ রুপি। আর মোটো জেড প্লে মিলবে ২৪ হাজার ৯৯৯ রুপিতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া