adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদ বললেন- চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত না হওয়ায় আমরা মর্মাহত

ershedডেস্ক রিপাের্ট : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, 'চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে জাপা চেয়ারম্যান ও বিরোধীদলের নেতা রওশন এরশাদের সাক্ষাৎ না হওয়ার আমরা মনক্ষুন্ন ও মর্মাহত হয়েছি।'

১৮ অক্টােবর মঙ্গলবার দুপুরে চার দিনের সফরে ঢাকা থেকে রংপুরে এসে পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে  মতবিনিময়কালে এরশাদ এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, 'চীনের প্রেসিডেন্টের সাথে কারা কারা দেখা করবেন এই সিডিউল পররাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করেছে। রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করার প্রটোকলে আমি না থাকলেও বিরোধীদলের নেতার সাথে চীনা প্রেসিডেন্টের দেখা না হওয়াটা অত্যন্ত দুঃখজনক।'

কেন দেখা করা যায়নি তা পরে জানতে পারবেন বলেও জানান তিনি।

এরশাদ আরো বলেন, 'আমি চীনের বন্ধু। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে দেশের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ।'

বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন- উল্লেখ করে এরশাদ বলেন, 'সত ও যোগ্য ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।'

তিনি বলেন, 'বর্তমান নির্বাচন কমিশন সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের ভোটাধিকার খর্ব করেছে। আমরা এমন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন চাই না। সার্স কমিটির মাধ্যমে হোক আর যে কোনোভাবেই হোক এমন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাতে নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং যাদের মাধ্যমে মানুষের অধিকার আদায় হয়।'

এসময়  জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,  সদস্য সচিব এস এম ইয়াসীরসহ দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া