ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি: ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বাগেরহাটের শরণখোলা থেকে মো. শামীম হাসান ও নুর হোসেন তালুকদার নামের দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সভাপতিসহ সাত জনের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা হয়েছে।
আটককৃত শামীম হাসান উপজেলার উত্তর কদমতলা গ্রামের মো. হালিম শিকদারের ছেলে ও নুর হোসেন নলবুনিয়া গ্রামের মো. আলতাফ তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে শামীম ও নূর হোসেন তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপপূর্ণ মন্তব্য পোস্ট করেন। এ নিয়ে ওই রাতেই ছাত্রলীগ কর্মীরা শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করে। একই অভিযোগে মঙ্গলবার সকালে নূর হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত সরকার বাদী হয়ে উপজেলা ছাত্রদল সভাপতি বেল্লাল হোসেন মিলনসহ সাত জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২)/২৫-ঘ ধারায় একটি মামলা করেন।
দুজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।