adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল চতুর্থ আসরের ফিকশ্চার

bplক্রীড়া প্রতিবেদক : আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর খেলা। এই আসরে অংশ নিবে সাতটি দল। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর।

গতবারের মতো এবারও দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচগুলো। ভেন্যু দুইটি হলো ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে দুপুর আড়াইটায়। দ্বিতীয়টি শুরু হবে সন্ধ্যা সাতটায়। দেখা যাবে চ্যানেল নাইনের পর্দায়। এই আসরের ফিকশ্চারও ইতোমধ্যে তৈরি করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে, এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই সূচিতে দু’একটি পরিবর্তন আসতেও পারে।

এই ফিকশ্চার অনুযায়ী উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে এই আসরের নতুন দল রাজশাহী কিংস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স।

বিপিএল চতুর্থ আসরের ফিকশ্চার

তারিখ               ম্যাচ                                      সময়              ভেন্যু

৪-১১-২০১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস দুপুর আড়াইটা   ঢাকা

                 রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স     সন্ধ্যা সাতটা   ঢাকা

৫-১১-২০১৬ চিটাগং ভাইকিংস-বরিশাল বুলস    দুপুর আড়াইটা  ঢাকা

                কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা সাতটা ঢাকা

৬-১১-২০১৬ রংপুর রাইডার্স-রাজশাহী কিংস      দুপুর আড়াইটা ঢাকা

                 বরিশাল বুলস-খুলনা টাইটান্স       সন্ধ্যা সাতটা  ঢাকা

৮-১১-২০১৬ ঢাকা ডায়নামাইটস-বরিশাল বুলস    দুপুর আড়াইটা ঢাকা

                 চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স  সন্ধ্যা সাতটা ঢাকা

৯-১১-২০১৬ খুলনা টাইটান্স-রাজশাহী কিংস      দুপুর আড়াইটা ঢাকা

                 রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস    সন্ধ্যা সাতটা  ঢাকা

১১-১১-২০১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস  দুপুর আড়াইটা ঢাকা

                    ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস  সন্ধ্যা সাতটা  ঢাকা

১২-১১-২০১৬ খুলনা টাইটান্স-চিটাগং ভাইকিংস    দুপুর আড়াইটা ঢাকা

                    রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস   সন্ধ্যা সাতটা  ঢাকা

১৩-১১-২০১৬ বরিশাল ‍বুলস-রাজশাহী কিংস     দুপুর আড়াইটা ঢাকা

                    কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইটান্স  সন্ধ্যা সাতটা  ঢাকা

১৭-১১-২০১৬চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস দুপুর আড়াইটা চট্টগ্রাম

                     বরিশাল বুলস-রংপুর রাইডার্স     সন্ধ্যা সাতটা  চট্টগ্রাম

১৮-১১-২০১৬ চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস দুপুর আড়াইটা  চট্টগ্রাম

                    কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স সন্ধ্যা সাতটা চট্টগ্রাম

১৯-১১-২০১৬ ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স দুপুর আড়াইটায় চট্টগ্রাম

                   চিটাগং ভাইকিংস-বরিশাল বুলস  সন্ধ্যা সাতটা  চট্টগ্রাম

২১-১১-২০১৬ ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস দুপুর আড়াইটা চট্টগ্রাম

                   কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংস সন্ধ্যা সাতটা চট্টগ্রাম

২২-১১-২০১৬ খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স    দুপুর আড়াইটা চট্টগ্রাম

                   কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস সন্ধ্যা সাতটা চট্টগ্রাম

২৫-১১-২০১৬ রংপুর রাইডার্স-রাজশাহী কিংস  দুপুর আড়াইটা   ঢাকা

                   বরিশাল বুলস-খুলনা টাইটান্স    সন্ধ্যা সাতটা   ঢাকা

২৬-১১-২০১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস দুপুর আড়াইটা ঢাকা

                   খুলনা টাইটান্স-রাজশাহী কিংস   সন্ধ্যা সাতটা     ঢাকা

২৭-১১-২০১৬ বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস  দুপুর আড়াইটা  ঢাকা

                    রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস  সন্ধ্যা সাতটা   ঢাকা

২৯-১১-২০১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস দুপুর আড়াইটা  ঢাকা

                    খুলনা টাইটান্স-চিটাগং ভাইকিংস   সন্ধ্যা সাতটা   ঢাকা

৩০-১১-২০১৬ রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস  দুপুর আড়াইটা ঢাকা

                   বরিশাল বুলস-রাজশাহী কিংস     সন্ধ্যা সাতটা  ঢাকা

২-১২-২০১৬   রংপুর রাইডার্স-বরিশাল বুলস    দুপুর আড়াইটা  ঢাকা

                   ঢাকা ডায়নামাইটস-চিটাগং ভাইকিংস সন্ধ্যা সাতটা ঢাকা

৩-১২-২০১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইটান্স   দুপুর আড়াইটা ঢাকা

                   রাজশাহী কিংস-চিটাগং ভাইকিংস    সন্ধ্যা সাতটা ঢাকা

৪-১২-২০১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স  দুপুর আড়াইটা ঢাকা

                  ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স   সন্ধ্যা সাতটা  ঢাকা

৬-১২-২০১৬      এলিমিনেটর ম্যাচ                   দুপুর আড়াইটা    ঢাকা

                      প্রথম কোয়ালিফায়ার ম্যাচ      সন্ধ্যা সাতটা   ঢাকা

৭-১২-২০১৬    দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ    সন্ধ্যা সাতটা    ঢাকা

৯-১২-২০১৬       ফাইনাল                        সন্ধ্যা সাড়ে ছয়টা    ঢাকা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া