adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আততায়ীর গুলিতে টাইসন গে’র কন্যা নিহত

taison-gayস্পাের্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্প্রিন্টার টাইসন গে'র মেয়ে ট্রিনিটি গে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। রোববার কেন্টাকি অঙ্গরাজ্যের লেক্সিংটন শহরে এই সন্ত্রাসী ঘটনাটি ঘটে। ১৫ বছর বয়সী ট্রিনিটিকে গুলির সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

গোলাগুলির ঘটনাটি ঘটেছে একটি রেস্তোরার বাইরে। লেক্সিংটন পুলিশের ভাষ্যমতে রোববার ভোরের দিকে একটি রেস্তোরার বাইরে গোলাগুলিতে লিপ্ত হয় দুদল সন্ত্রাসী। ট্রিনিটি তার মাঝে পড়ে যান। আহত অবস্থায় দ্রুত তাকে নিকটবর্তী ইউনিভার্সিটি অব কেন্টাকির মেডিকেল সেন্টারে নেওয়া হয়। নেওয়ার কিছু পরেই কর্তব্যরত ডাক্তাররা ট্রিনিটির মৃত্যুর খবরটি প্রকাশ করেন। টাইসন গে'র এজেন্টের পক্ষ থেকেও গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে গে'র শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে।

টাইসন গে অল্প বয়সী কন্যাকে হারিয়ে খুব ভেঙে পড়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। ট্রিনিটির বেঁচে না থাকা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। যুক্তরাষ্ট্রের ক্রীড়া বিভাগ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝেই অবশ্য নিজেদের অলিম্পিক তারকার মেয়ের মৃত্যুর খবরটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বাবা তো বিশ্বখ্যাত তারকা। ট্রিনিটি নিজেও একজন সম্ভাবনাময় স্প্রিন্টার ছিলেন। লেক্সিংটনের লাফায়েট্টে হাইস্কুলের হয়ে ট্র্যাকে নেমে গত মে মাসে চতুর্থ হয়ে ১০০ মিটারের দৌড় শেষ করেছেন তিনি। আর ২০০ মিটারে হয়েছিলেন পঞ্চম। ৪*২০০ রিলেতেও চতুর্থ হয়ে দৌড় শেষ করেছিলেন ট্রিনিটি। ৩৩ বর্ষী টাইসনও এই স্কুলের হয়ে ট্র্যাকে নেমেছিলেন। ২০০১ সালে ১০০ মিটারে তার গড়া রাজ্য রেকর্ডটি এখনো অক্ষত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া