adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খাদিজাকে দেখা হল না স্বাস্থ্যমন্ত্রীর

khadijaনিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসী বদরুলের দায়ের কোপে গুরুতর আহত সিলেটের খাদিজা রাজধানীর হাসপাতালে ভর্তি হওয়ার সাতদিন পরও তাকে দেখতে যাওয়ার সময় ঠিক রাখতে পারলেন না স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ১২ অক্টােবর বুধবার তিনবার তিনি খাদিজাকে দেখার কর্মসূচি বদল করেছেন। শেষ পর্যন্ত বাতিল-ই করলেন।

বুধবার সকাল পৌনে এগারটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী মুঠোফোনের খুদে বার্তায় সংবাদ মাধ্যমকে মন্ত্রীর খাদিজাকে দেখতে যাওয়ার কর্মসূচির কথা জানান। ইংরেজিতে পাঠানো সে খুদে বার্তার অর্থ হল- দুপুর তিনটায় স্বাস্থ্যমন্ত্রী স্কয়ার হাসপাতাল পরিদর্শন করবেন সিলেটের খাদিজাকে দেখতে।

দুপুর দুইটার সামান্য পর পরীক্ষিত চৌধুরী খুদে বার্তায় আবারও জানান, দুপুর তিনটায় স্বাস্থ্যমন্ত্রী স্কয়ার হাসপাতাল পরিদর্শন করবেন সিলেটের খাদিজাকে দেখতে এবং চারটায় স্বাস্থ্যমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ প্রস্তুতের কাজ পরিদর্শন করবেন।

তার ঠিক ১১ মিনিট পর আবারও স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে পাঠানো খুদে বার্তায় লিখেছেন, ব্রেকিং ঘোষণা… স্বাস্থ্যমন্ত্রীর স্কয়ার হাসপাতালের কর্মসূচি বাতিল। তিনি কেবল সোহরাওয়ার্দীতে যাবেন।

স্বাস্থ্যমন্ত্রীর খাদিজাকে দেখতে যাওয়ার মতো স্পর্শকাতর ইস্যুতে বারবার কর্মসূচি পরিবর্তন হয়ে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে পরীক্ষিৎ চৌধুরী পরিবর্তন ডটকমকে টেলিফোনে বলেন, উনি হয়ত অন্য কোনো কারণে এই কর্মসূচি বাতিল করেছেন। ব্যস্ততার কারণেও হতে পারে। আগামীকাল (বৃহস্পতিবার) মন্ত্রী খাদিজাকে দেখতে যেতে পারেন বলেও পরীক্ষিত চৌধুরী জানান।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া