adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তথ্যপ্রযুক্তি খাতে এক হাজার কোটি ডলারের প্রত্যাশা

chinডেস্ক রিপাের্ট : তথ্যপ্রযুক্তি খাতের উন্নম্নয়নে ১৫ বছর মেয়াদি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে বাংলাদেশ। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি ডলার বা ৮০ হাজার কোটি টাকা। চীনের কাছে এ অর্থ চাইবে বাংলাদেশ। চাইবে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন ঢাকা সফরে (১৪-১৫ অক্টোবর) দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ নিয়ে সমঝোতা সই হতে পারে।

সফরের সময় এ পরিকল্পনাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আরও ২২টি এমওইউ স্বাক্ষরিত হতে পারে। এ ছাড়া স্বাক্ষরিত হবে তিনটি প্রকল্পের অর্থায়নের বিষয়ে ঋণ চুক্তি। ইআরডির নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, বিদ্যুত ও জ্বালানি অবকাঠামো খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নেও বাংলাদেশ আরও চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি ডলার সহায়তা প্রত্যাশা করছে।

তথ্যপ্রযুক্তি খাতে এক হাজার কোটি ডলার সহায়তা চাওয়া প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনায় রয়েছে দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনী বিষয়ক বিশদ রূপরেখা।' তিনি বলেন, 'চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরকালে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের তরফ থেকে এক হাজার কোটি ডলারের একটি 'ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ফর আইসিটি সেক্টর'-এর প্রস্তাব দেওয়া হবে। এ সংক্রান্ত প্রস্তাবের খসড়া পররাষ্ট্র, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।' দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, 'আমরা একটি নতুন বিষয় নিয়ে এগোতে চাই। আশা করছি চীন সহযোগিতা করবে।'

ইআরডির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সফরকালে চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি ডলার সহায়তা চাইতে পারে বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এ সহায়তা চাওয়া হবে। তবে প্রকল্পগুলো এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রকল্পগুলো যাচাই-বাছাই করছেন। দু-একদিনের মধ্যে তিনি এগুলোর অনুমোদন দেবেন। তারপর তা চূড়ান্ত হবে। বিদ্যুৎ বিভাগ থেকে প্রাথমিকভাবে ২২ প্রকল্পের তালিকা দেওয়া হলেও চার-পাঁচটি বাদ দেওয়া হচ্ছে। এ খাতের জন্য দুই হাজার কোটি ডলার চাওয়া হতে পারে।

এ ছাড়া পদ্মা রেল লিংক, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস, ঢাকা-সিলেট চার লেন উন্নীতকরণসহ অন্তত ২৫টি প্রকল্পের তালিকা চূড়ান্ত করা হয়েছে। চীন সরকারও এ ২৫ প্রকল্পে অর্থায়নে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে। তবে কত অর্থ বরাদ্দ হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি মেলেনি। ইআরডির এক কর্মকর্তা সমকালকে বলেন, 'এসব প্রকল্প বাস্তবায়নে দেড় থেকে দুই হাজার কোটি ডলার লাগবে।' সূত্র জানায়, এসবের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের জন্য নতুন করে এক হাজার কোটি ডলারের প্রস্তাব করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি সূত্র বলেছে, অর্থায়নের ক্ষেত্রে চীন থেকে যে প্রতিশ্রুতি পাওয়া যাবে, তা থেকে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ১ হাজার কোটি ডলার নেওয়া হবে। এ প্রসঙ্গে জুনাইদ আহমেদ পলক বলেন, আগে প্রকল্পের বিপরীতে অর্থ চাওয়া হতো। এবার আমরা ভিন্ন প্রস্তাব দিয়েছি। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে অর্থের জোগান দেওয়া হবে। সে জন্য ১৫ বছরের জন্য এক হাজার কোটি ডলারের প্রস্তাব করা হয়েছে।'

স্বল্প, মধ্যম ও দীর্ঘ- এই তিন মেয়াদে ও ধাপে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে দক্ষতা বাড়ানো হবে, দ্বিতীয় ধাপে রয়েছে প্রযুক্তিগত সহায়তা। আর তৃতীয় ধাপে কাজ হবে গবেষণা ও উদ্ভাবন বিষয়ে। এই প্রস্তাবনার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাবে সাইবার নিরাপত্তার বিষয়টি। এ ছাড়া প্রাতিষ্ঠানিক উন্নয়নও বেশ গুরুত্ব পাবে। চীনের কাছে অবকাঠামো নির্মাণ, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তিগত সহায়তাও চাওয়া হবে। সমকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া