adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই জঙ্গির ২০ বছর কারাদণ্ড

1-therwepoডেস্ক রিপাের্ট : নারায়ণগঞ্জের বন্দরে একটি বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্র্যাইবুনালের বিচারক কামরুন নাহার এ রায় ঘোষণা করেন। রায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বন্দরের ফরাজিকান্দা এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মো. হোসেনের ছেলে মাহাবুব (২২)। রায় ঘোষণার সময় আদালতে তারা হাজির ছিলেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ ও সালাউদ্দিন সুইট মামলার বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ৭ জানুয়ারী টাঙ্গাইল হতে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেফতার করে র‌্যাবের একটি টিম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা হতে মাহাবুবকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, জিহাদী বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই ঘটনায় র‌্যাবের তৎকালীন ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া