adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিরিজে সমতা আনতে দুপুরে বাংলাদেশ মুখােমুখি হচ্ছে ইংল্যান্ডের

bdক্রীড়া প্রতিবেদক : প্রথম ম্যাচ জিততে জিততে হেরে বসায় সিরিজে ফিরতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে।

সে লক্ষ্য নিয়ে রোববার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফিরা।

সিরিজ বাঁচাতে সব ধরনের পরিকল্পনা করছেন মাশরাফিরা। খেলোয়াড়রা নিজেদের উজাড় করে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, 'সিরিজে ফিরতে হলে আমাদের প্রত্যেকটি সুযোগ কাজে লাগাতে হবে। আমি মনে করি, এজন্য ইতিবাচক খেলার কোনো বিকল্প নেই।'

অন্যদিকে আজই সিরিজ নিশ্চিত করতে চাইছে সফরকারীরা। ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন, 'প্রথম ম্যাচে জয়ের পর ছেলেরা আত্মবিশ্বাসী। বাংলাদেশের কন্ডিশনেও যে আমরা সক্ষম তা প্রমাণ হয়েছে। আশা করছি, আরও একটি দারুণ ম্যাচ অপেক্ষা করছে।'

সিরিজে ফিরতে বাংলাদেশের সামনে উৎসাহ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকার সফর। সেবার প্রথম ম্যাচে হেরে গেলেও মাশরাফিরা টানা জয়ে সিরিজ নিজেদের করে নেয়।

সেই স্মৃতি থেকে আত্মবিশ্বাস নেয়ার চেষ্টা করছেন মাশরাফিরা। সমতার ফেরার এই মিশনে দলের একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।

একাদশে জায়গা পেতে পারেন নাসির হোসেন। সঙ্গে পেসার আল আমিন হোসেন। মোশাররফ হোসেন রুবেলের জায়গায় ফিরতে পারেন নাসির। আর প্রথম ম্যাচে হাতে ইনজুরি পাওয়ায় নবাগত মোসাদ্দেক হোসেনের জায়গায় দেখা যেতে পারে পেসার আল আমিন হোসেনকে।

অবশ্য নাসিরকে ফেরানোর দাবি উঠেছে প্রথম ম্যাচের পরেই। বোর্ড মিটিংয়েও তাকে নেয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত।

যদিও নাসিরকে ফেরানোর দাবি মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আর শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেন ফিট থাকলে আল অমিন নাও ফিরতে পারেন।

এর বাইরে প্রথম ম্যাচে ইমরুল কায়েস শতক করায় এ ম্যাচে সৌম্য সরকারের ফেরার আশা নেই বললেই চলে।

এরআগে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ১৭ ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটি জয় পেলেও ঢাকায় কোনো জয় নেই টাইগারদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া