adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার হাজারি ক্লাবে মুশফিক

ff9d5e7b7c12531e0c85ab81abee6f04-57fa192aaf235ক্রীড়া প্রতিবেদক : সাকিব, তামিমের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান পূর্ণ করলেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রবিবার মাঠে নামার আগে তার রান সংখ্যা ছিল ৩ হাজার ৯৮৮ রান। ১২ রান দূরে থেকে এদিন মিরপুরের ২২ গজে নামেন।

আদিল রশিদের ১৭তম ওভারের শেষ বলটি এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে চার হাজারি ক্লাবের সদস্য হন মুশফিক। মুশফিকের চার হাজার রান করতে খেলতে হয়েছে ১৫০ ইনিংস। যদিও সবচেয়ে দ্রুতগতিতে যিনি চার হাজার ক্লাব ছুঁয়েছেন, তার চেয়ে ৬৯ ইনিংস বেশি খেলতে হয়েছে টেস্ট অধিনায়ককে।

সাকিবের চেয়ে ১৪ এবং তামিমের চেয়ে ১৩ ইনিংস বেশি খেলে মুশফিক এই মাইলফলকে পৌঁছান। গত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে ক্যানবেরাতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে চারহাজারি ক্লাবের প্রথম সদস্য হন। চার হাজার রানের মাইলফলকে পৌঁছাতে সাকিবের লেগেছে ১৩৬ ইনিংস।

অন্যদিকে তামিম ইকবাল সাকিবের চেয়ে এক ইনিংস বেশি খেলে এই মাইলফকে পৌঁছান। গত ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নেলসনে এই কীর্তি গড়েন তামিম।১৫৮ ম্যাচে ৩২.২২ গড়ে ৪ হাজার ৯৬২ রান করেন এই বাঁহাতি ওপেনার। যেখানে আছে ৭টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের শীর্ষ রান সংগ্রাহকও তামিম।

রবিবার তার সামনেও ৫২ রান করলেই সুযোগ ছিল পাঁচ হাজারি ক্লাবের সদস্য হওয়ার। কিন্তু এদিন ১৪ রান করেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল।

প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে দ্রুতগতিতে চারহাজারি ক্লাবের সদস্য হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা। তিনি ২০১৩ সালের ৪ ডিসেম্বর ৮১ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান।

৪ হাজার ৫৫৯ রান নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান। ৩ হাজার ৪৬৮ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ১২৯ ম্যাচ খেলে ২ হাজার ৭৭৩ রান করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া