adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারের ৩০০

untitled-2_241633স্পোর্টস ডেস্ক : গোল করেছেন একটাই; ওই এক গোলেই ছুঁয়েছেন দুটি মাইলফলক। দেশ ও ক্লাবের হয়ে তার গোল এখন তিনশ'টি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের দেওয়া হিসাবমতে, নেইমার এই তিনশ' গোল করেছেন গত ছয় বছরে। এর মধ্যে ২৩৩টি অবশ্য ক্লাব পর্যায়ের। ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এ পর্যন্ত করেছেন ৯৫ গোল, তার আগে সান্তোসের হয়ে এই সংখ্যা ১৩৮। আর ব্রাজিলের জার্সিতে করা ৬৭ গোলের ৪৯টি জাতীয় দলের হয়ে। বাকিগুলো অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের খেলায়।

মাইলফলকের তিনশ' গোলের মধ্যে বিশেষ গোল জাতীয় দলের হয়ে করা ৪৯ গোল। বলিভিয়ার জালে ম্যাচের ১১ মিনিটে দেওয়া গোলের সুবাদে অর্ধশত গোলের কাছাকাছি পেঁৗছে গেলেন নেইমার, টপকে গেলেন স্বদেশি কিংবদন্তি জিকোর ৪৮ গোল। ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার দিক থেকে নেইমার এখন চতুর্থ। তার উপরে আছেন রোমারিও (৫৬), রোনালদো (৬৭) ও পেলে (৯৫)। সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথ এখনও বহু দূরের হলেও তৃতীয় হওয়ার কাছাকাছি এগিয়ে যাচ্ছেন ২৪ বছর বয়সেই। অবশ্য পঞ্চাশতম গোলটি পেতে তাকে আরও অন্তত এক মাস অপেক্ষা করতে হবে। কারণ তিন দিন পর ব্রাজিল তাদের আরেকটি ম্যাচ খেলতে নামলেও নেইমার খেলতে পারবেন না। বলিভিয়া ম্যাচ থেকে উঠে যেতে হয়েছে মাথা থেকে রক্ত ঝরার কারণে। আপাতত দল ছেড়ে স্পেনের বার্সা ক্যাম্পে ফিরতে হবে তাকে। সামনের ভেনিজুয়েলা ম্যাচ না খেলার কারণ অবশ্য অন্য একটা। ম্যাচের ৩৬ মিনিটের সময় বলিভিয়া ডিফেন্ডার ইয়াসমানি ডাকের সঙ্গে ফাউলের শিকার হওয়া নিয়ে তর্ক বাধিয়ে দিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে উভয়কেই হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি। বিশ্বকাপ বাছাইয়ে তিন হলুদ কার্ড দেখায় নেইমারকে বাধ্যতামূলকভাবে পরের ম্যাচে বাইরে থাকতে হবে। খেলাশেষে অবশ্য এ নিয়ে নেইমারের ওপর খেদও ঝেড়েছেন কোচ টিটে, 'প্রথম ভুলটা ছিল রেফারির। বাড়াবাড়ি রকমের ফাউল করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। তবে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমার ও নেইমারের আরও পরিপকস্ফতার পরিচয় দেওয়া দরকার।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া