এভাবে হার সত্যিই হতাশার : মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক : শুক্রবার(০৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও মাত্র ২১ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টাইগারদের এমন হার কোনভাবেই যেন মেনে নেওয়ার নয়। এমনকি তা মানতে পারছেন না খোদ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করেন, জয়ের এত কাছাকাছি গিয়েও এভাবে হারাটা তাদের জন্যে সত্যিই হতাশার। তারপরও এটা নিয়ে পড়ে থাকতে চান না তারা। ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চান সামনের ম্যাচেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।
এতো কাছে গিয়ে হারের ব্যাখ্যা করতে গিয়ে মাশরাফি বলেন, ‘এই ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিলো আমাদের। ৫২ বলে ৩৯ প্রয়োজন। তখন হাতে ৬ উইকেট। আমরা আরও ভিন্নভাবে চেষ্টা করতে পারতাম। এভাবে হার সত্যিই হতাশার।’
শেষ ওভারগুলোতে ব্যাটসম্যানদের এভাবে খেলার কারণ কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘হয়তোবা আরও একটু দেখে শুনে খেলা যেত। শেষ দুই ওভারে যদি ১৫-১৬ লাগতো সেটাও পুষিয়ে দেওয়া যেত। আমরা অন্যভাবে চেষ্টা করতে পারতাম। কারো দোষ দিয়ে লাভ নেই। এর আগেও শেষ দিকে এমন ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে। বেশ কিছুদিন ধরেই এমন হচ্ছে। এখান থেকে ঘুড়ে দাঁড়াতে না পারলে আমাদের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে।’
‘এই ম্যাচের ভালো জিনিসগুলো পরবর্তী ম্যাচে কাজে লাগাতে হবে। ভারতের সঙ্গেও আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। আজকের ম্যাচটিও হতাশার। ৩০০ রান চেস করে জিততে পারলে সব দিক থেকেই ভালো অবস্থানে থাকতে পারতাম। ম্যাচটি জিততে পারলে আমরা ১-০তে এগিয়ে যেতাম। সুযোগটা নিতে পারিনি, হারতো হারই। এই ধরনের হার মেনে নেওয়া খুব কঠিন।’ যোগ করেন মাশরাফি।
এদিকে কিছুদিন যাবৎ বাজে ফিল্ডিংয়ের কারণ জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকেও আমাদের ফিল্ডিং ভালো হয়নি। ওই সময় আমরা যদি তিনটি ক্যাচ নিতে পারতাম তাহলে ২৮০-২৯০ হতো। তাহলে আমাদের মানসিক অবস্থাও অন্যরকম হতে পারতো।’
ভুল শুধরে সামনের ম্যাচগুলিতে ভালো করার আশাবাদ ব্যক্ত করে মাশরাফি বলেন, আমাদের পেশাদার ক্রিকেটারদের মতো চিন্তা করতে হবে। এখনো দুটি ম্যাচ বাকি। আমাদের সব সুযোগই আছে। আমরা যদি চেষ্টা করি ওই সুযোগগুলো আমাদের আসতে পারে। আমরা অনেক বাজে অবস্থায় হেরেছি, বলে খারাপ লাগাটা বেশি থাকবে। এটাই স্বাভাবিক। সামনের দুটি ম্যাচ ভালো ক্রিকেট খেলার মাধ্যমে আমরা জিততে পারি। ইতিবাচক চিন্তা করা ছাড়া আসলে কোন উপায় নেই।’