‘কিছু জিনিস ক্যামেরার সামনে না এনে বেডরুমে রাখাই ভালো’
বিনােদন ডেস্ক : 'গ্যাংস্টার' ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ইয়াশ দাশগুপ্তর। ৭ অক্টােবর শুক্রবার মুক্তি পাবে ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মিষ্টি মেয়ে মিমি চক্রবর্তী।
ছোটপর্দায় 'বোঝে না সে বোঝে না' সিরিয়ালে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন ইয়াশ। তবে তার প্রথম ছবি মুক্তির দিন আরও কয়েকটি সিনেমা মুক্তি পাবে। যাদের মধ্যে রয়েছে সুপারস্টার জিৎ ও দেবের সিনেমাও।
তাই তার ছবি কতটা ব্যবসাসফল হবে তা সময়ই বলে দেবে।
তবে এই সিনেমা মুক্তির আগেই কলকাতার এক পত্রিকাকে সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ইয়াশ।
মিমির সঙ্গে অভিনয় বিষয়ে তিনি বলেন, মিমি ওয়াজ দ্য মুড চেঞ্জার। বিরসা আর আমি খুব সিরিয়াস থাকতাম। আর ও হাসাত। সেটাতে কখনও খুব ইরিটেটও হয়ে যেতাম, কখনও খুব ভালও লাগত। এর আগে আমি ওকে পার্সোনালি চিনতাম না। কিন্তু এটা যে আমার ফার্স্ট ফিল্ম ও সেটা কখনও বুঝতেই দেয়নি। বরং মনে হতো ও নিউকামার, আমি অনেক দিন ধরে কাজ করছি। অ্যাটিটিউডটা অনেকটা এ রকমই ছিল। আমরা টিম হিসেবে কাজ করেছি।
ভালোবাসার গল্পনির্ভর চরিত্রে অভিনয় বিষয়ে ইয়াশ বলেন, লাভ মেকিং সিনের সঙ্গে আমি কানেক্ট করতে পারি না। আমি এমন কোনো ছবি করব না যেটা পরিবারের সবাই বসে দেখতে পারবে না। আমাকে মনে রাখতে হয়, অভিনেতার পাশাপাশি আমি এক ছেলের বাবা। আমাকে এটাও মনে রাখতে হয় যে এমন কোনো কাজ আমি করব না যাতে ছেলের সামনে আমাকে এমব্যারাস হতে হয়। কিছু জিনিস ক্যামেরার সামনে না এনে বেডরুমে রেখে দেয়াই ভাল।
তিনি বলেন, চুমু খেতেই পারি। তবে লাভ মেকিং সিন করব না। কারণ আমি রিলেট করতে পারি না। এটা আমার প্রবলেম। আমি কিন্তু এ সবের বিরুদ্ধে নই।