adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এমপি রনিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, সমন জারি

photo-1425056955ডেস্ক রিপাের্ট : আইনজীবীদের প্রতি মানহানিকর উক্তির অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা  রনিসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে আদালতে একটি মামলা করা হয়েছে।

৫ অক্টােবর বুধবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ^াসের আদালতে মামলা করা হয়। আইনজীবীদের পক্ষে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইদুর রহমান মানিক এ মামলা দায়ের করেন।

শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের প্রতি সমন জারি করে আগামী ৩১ অক্টোবর হাজির হতে নির্দেশ দিয়েছেন। মামলার অপর ২ আসামী হলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী।

বাদীপক্ষে সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, সমিতির সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান প্রমুখ শুনানি করেন। শুনানিকালে প্রায় পাঁচ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক এমপি রনি লিখিত “সুন্দরী সুজনা, দুই বৃদ্ধ এবং এক উকিল!” শিরোনামে একটি সম্পাদকীয় গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ৪ নম্বর পৃষ্ঠায় প্রকাশ করা হয়। যেখানে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানির গবেষণা বিভাগ নিজেদের গবেষণাগারে ইঁদুরের পরিবর্তে উকিলদেরকে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়ে পত্র-পত্রিকা এবং অন্যান্য সংবাদ মাধ্যমে প্রেস রিলিজ দিল। সাংবাদিকরা ওষুধ কোম্পানির গবেষণাগারে ভিড় জমাল এবং হঠাৎ এমনতরো সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে চাইল। উত্তরে ওষুধ কোম্পানি তাদের গবেষণাগারে ইুঁদরের পরিবর্তে উকিল ব্যবহারের জন্য তিনটি কারণ পেশ করল। প্রথমত, উকিলের সংখ্যা ইঁদুরের সংখ্যার চেয়েও ভয়াবহ রকমভাবে বেড়ে গেছে।

দ্বিতীয়ত, মানুষ যদি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, বিশ্বাস স্থাপন করতে চায় এবং ইঁদুরের কাছে কিছু আমানত রাখতে চায় তবে তা যতটা না কঠিন এবং ঝুঁকিপূর্ণ তার চেয়েও কঠিন ও ঝুঁকিপূর্ণ বিষয় হলো একই কর্ম উকিলদের সঙ্গে করা।  তৃতীয়ত, ইদানীং উকিলরা সচরাচর এমন সব কর্ম করে বেড়ায় যা সাধারণত ইঁদুরেরা করে না।’ সম্পাদকীয় উক্ত বক্তব্যসমূহ দ-বিধির ৫০০ ধারায় মানহানি এবং মানহনির উদ্দেশ্যে উক্ত বক্তব্য পত্রিকায় মুদ্রনের অভিযোগে ৫০১ ধারায় এবং উক্ত লেখার মাধ্যমে আইনজীবী শ্রেনীকে উত্তেজিত করার অভিযোগে ৫০৫ ধারায় অপরাধ বলে উল্লেখ করেছে বলে মামলায় বলা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া