adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কু || তাপস রায়

kuuচিন্তা সাধুর দুই পুত্র। একজন সু, আরেকজন কু। সু বড়, কু ছোট। কিন্তু কু সে-কথা মানতে রাজি নয়। তার কাজই হলো জটিলতার জাল ছড়িয়ে সেই জালে জড়িয়ে নাস্তানাবুদ করা। মাবুদ ছাড়া সেই জাল ছিন্ন করে সাধ্য কার। কু জন্ম থেকেই ফন্দিবাজ। সু-এর সঙ্গে তার সন্ধি হলেও সন্ধিগ্ধ থেকেই যায়।  কখন আবার কোন জাল ফেলে সেই জানে- সে এমনই জাল পেতেছে সংসারে!
 
কুৎসা, কুসংস্কার, কুসঙ্গ, কুপ্রসঙ্গ, কুচিন্তা, কুনজর, কুপথ এমনকি কুপ্রভাব- সবখানেই কু। বাঙালি এমনিতেই ছিদ্রান্বেষী। আবিষ্কারে তারা সিদ্ধহস্ত! আগ বাড়িয়ে এই আবিষ্কারও কু দ্বারা প্রভাবিত। যে কারণে এ বঙ্গে কুখবর বাতাসে ওড়ে। সুখবর একেবারে উল্টো। তখন ভাদ্রের ভ্যাপসা গরম। কোথাও বাতাস নাই। গুরুজনেরা বলেন, সংস্কার থাকা দোষের কিছু নয়। কিন্তু সংস্কার যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তখনই সেখানে কু থাকে। তখন পায়ের সামনে দিয়ে কালো বিড়াল দৌড়ে পালালেও হায় হায়- বিলক্ষণ ওটা কুলক্ষণ! যাত্রার শুরুতে পিছন থেকে কেউ ডাকলেই সাড়ে সর্বনাশ। কুযাত্রা! কত কিছু দেখা হয় নাই চক্ষু মেলিয়া অথচ সকালবেলা চোখ খুলতেও ভয়। চোখ মেলে অপ্রিয় কাউকে দেখলেই দিন মাটি। কুফা!
 
 বনে কাক ডাকলেই মনে কু ডাকে। না জানি কোন বিপদ! অথচ ডাস্টবিনগুলো যেভাবে টোকাইদের দখলে চলে যাচ্ছে তাতে কাক কা কা করবে সেটাই তো স্বাভাবিক। তাছাড়া যেদিন থেকে তারা ‘কাকরোল’ শব্দটি শুনেছে সেদিন থেকে তাদের ত্রাহি চিৎকারও বেড়েছে। যদি ভেজিটেবল রোল, চিকেন রোলের মতো মানুষ তাদের দিয়ে কাকরোল তৈরি করে খায়। অথচ এই কাকরোল যে সেই কাকরোল না এটা তাদের কে বোঝাবে। কাক বিশেষজ্ঞদের এ ব্যাপারে একটা ব্যবস্থা নেয়া উচিত।
 
পৃথিবীর সব মায়ের কাছে তার সন্তানই সেরা। সন্তান এমন কাজ করতেই পারে না যাতে বাবা-মার হেড হেট হয়ে যায়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, দেশে এই যে রুটিনমাফিক চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ হচ্ছে এগুলো করছে কারা? তারা নিশ্চই কোনো না কোনো মায়ের বেপরোয়া বখে যাওয়া সন্তান। কিন্তু প্রথমেই মায়েরা সেকথা মানতে রাজি নন। তাদের শতভাগ ধারণা, তার ‘ভালা পোলা’ বন্ধুবান্ধবের পাল্লায় পড়েই গোল্লায় গেছে। অর্থাৎ পুরোটাই কুসঙ্গের কুপ্রভাব। কুসঙ্গের কুপ্রভাবে সন্তান যেন কুপথে চলে না যায় এ নিয়ে অভিভাবকদের টেনশনের শেষ নেই। কখনও কখনও তারা এ ব্যাপারে অতিমাত্রায় সচেতন। নিচের গল্পটাই এর প্রমাণ-
 
মেয়ে ঘরে বসে কী বোর্ডে কুটুস কুটুস শব্দ তুলে লিখছে। রাত প্রায় অর্ধেক। মা বিষয়টি খেয়াল করতেই বিড়াল পায়ে দু কদম এগিয়ে এসে বললেন, ‘কীরে ঘুমাবি না?’
মেয়ে মুখ না ফিরিয়েই বলল, ‘না, তুমি যাও।’
এবার মায়ের এন্টেনায় কু ভাইব্রেশন দিতে শুরু করল। তিনি চুইংগামের মতো মেয়ের চেয়ারের পেছনে লেপ্টে রইলেন। মেয়ে এবার খেঁকিয়ে উঠল- ‘তুমি যাও তো। আমি আজ রাতটা ফেসবুকে বন্ধুদের সঙ্গে কাটাব।’
মা এবার আর স্থির থাকতে পারলেন না। ভাইব্রেশন না পায়ের নিচে দশ মাত্রার ভূমিকম্প নিয়ে ‘মা গো মা’ বলে জিবে কামড় দিয়ে বললেন, ‘অবিয়াইত্যা মাইয়া এইসব কী কয়!’
 
কুসঙ্গে ঘুরে ফিরে কুপ্রসঙ্গ আসবেই। তার কুপ্রভাবে আসবে কুচিন্তা, কুদৃষ্টি। প্রেমিক প্রেম পর্ব শেষে দোষ চাপিয়ে দেবে প্রেমিকার ঘাড়ে। বলবে, ‘দোষটা কী শুধুই আমার? একটু দোষ তোমারও ছিল, হুক ছিল না জামার।’
প্রেমিকা বুদ্ধিমতী হলে সেও পাল্টা জবাব দেবে, ‘‘তুমি আর কখনও যদি বলো ‘তুমি আমার’ আমি পাড়ায় পাড়ায় রটিয়ে দেব তুমি একটা চামার।’’
অতএব সাবধান! কুনজর দিয়ে কুখ্যাত হওয়ার চেয়ে সুচিন্তা করে সুদিনের অপেক্ষায় থাকাই উত্তম।
 
পৃথিবীতে কু আছে বলেই কারো পৌষমাস কারো সর্বনাশ। কেউ বন্যায় ভাসে, কেউ বন্যায় হাসে। যারা হাসে তাদের কাছে বেশি বেশি বন্যা মানেই বেশি বেশি ত্রাণ। ত্রাণ মানেই বিদেশী সাহায্য। সাহায্য মানেই নগদ লক্ষ্মী। একটু এদিক-ওদিক করতে পারলেই লক্ষ্মী দেবে লাখ লাখ টাকা। আর এদেশে টাকা মানেই ক্ষমতা। অর্থাৎ সেবার নামে এখানেও কুচিন্তার কুপ্রভাব। সবশেষে এই বিষয়ে একটি গল্প-
জনৈক নেতা শিষ্যদের নিয়ে টেলিভিশনে দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতির সচিত্র প্রতিবেদন দেখছিলেন। দেখতে দেখতে নেতার চোখ ছলছল করে উঠলো। ঘটনার আকস্মিকতায় উপস্থিত শিষ্যদের মধ্যে মুখ চাওয়া-চাওয়ি শুরু হয়ে গেল। নেতার হঠাৎ এই কান্নার রহস্য কী? নানা মুনির নানা রকমের ফিসফাস। কেউ বলে, ‘আহারে! বন্যায় মানুষের দুঃখ দুর্দশা দেইখা স্যারের মনডা খারাপ হইয়া গ্যাছে।’
কেউ এগিয়ে এসে উসকে দেয়, ‘স্যার কান্নাকাটি কইরা কী করবেন? ফারাক্কা ছাড়ছে। তাই অক্কা পাওয়ার দশা।’
 
বেমক্কা নেতা উঠে দাঁড়ান। তারপর দুই হাতে চোথ মুছতে মুছতে বলেন, ‘গর্দভের দল, আমি কী মানুষের দুঃখ দুর্দশা দেইখা কান্দি? কেন্দ্র থেইকা অর্ডার দিছে ত্রাণ বিলাইতে হইবো। ত্রাণ সব দিয়া দিলে তোরা খাবি কী? আমারইবা থাকবো কী? তাছাড়া আমি তো সাঁতারও জানি না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া