adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবন পেয়ে তামিমের শতক

Bangladesh's Tamim Iqbal acknowledges the crowd after scoring fifty runs during the third one-day international cricket match against Afghanistan in Dhaka, Bangladesh, Saturday, Oct. 1, 2016. (AP Photo/A.M. Ahad) ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরি গত বছর এপ্রিলে। পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে পরপর দুই ম্যাচেই শতক উদযাপন করেছিলেন। পরের দুই ম্যাচেও একটু স্থির থাকলে শতক পেতে পারতেন। ইনিংসের ইতি টানেন ৬০ এবং ৬৪ রানে। অর্ধশতকের পর যেতে যেতে তামিমের থেমে যাওয়ার ঘটনা নেহাত কম নয়। এরপর পাঁচটা ম্যাচে অর্ধশতকের পর সাজঘরে ফেরেন দেশেসেরা ওপেনার।
আজ ১ অক্টােবর শুরুতে জীবন পেয়েছিলেন। তৃতীয় ওভারের প্রথম বলে পুল করতে যেয়ে অধিনায়ক আজগরের হাতে লোপ্পা ক্যাচ তুলে দেন। তখন ব্যক্তিগত এক রানে ছিলেন। তামিম এরপর আর কোনো সুযোগই দেননি। সাব্বিরকে নিয়ে শতাধিক রানের জুটি গড়ে দলকে টেনে নিয়ে যান।
শতকে পৌঁছান ১১০তম বলে। ১১৩তম বলে দৌলত জাদরানের লাফিয়ে ওঠা বল জায়গায় ফেলে সাকিবের সঙ্গে দ্রুত জায়গা বদল করে সপ্তম ওয়ানডে শতকের আনন্দে মাতেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সাতটি শতক হাঁকানোর নজির গড়লেন তামিম।  এর আগে ৬টি শতক নিয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। চারটি শতক নিয়ে মুশফিক তৃতীয়। তামিমের এটি সপ্তম শতক। অর্ধশতক আছে ৩৩টি।
প্রথম ম্যাচে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মালিক হন। ওই দিন থেমেছিলেন ৮০ রানে। দ্বিতীয় ম্যাচে ২০ রানে আউট হন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া