adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোসাদ্দেকের অভিষেক

mosaddekক্রীড়া প্রতিবেদক : প্রথম ম্যাচের আগে স্বপ্নটা দেখেছিলেন। সেদিন পূরণ হয়নি। দ্বিতীয় ম্যাচে এসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ানডেতে মাঠে নামছেন মোসাদ্দেক। বাদ পড়েছেন ইমরুল কায়েস। এর আগে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। ওই ম্যাচে ১৫ বলে ১৫ রান করেন তরুণ এই অলরাউন্ডার।

প্রথম শ্রেণির ক্রিকেটে শুরুর দুই বছরে তিনটা ডাবল সেঞ্চুরি আছে তার! দেশের ভেতর এই রেকর্ড আর কারো নেই। গেল ঢাকা প্রিমিয়ার লিগেও মোসাদ্দেকের ব্যাট হেসেছে ধারাবাহিকভাবে। ১৪ ম্যাচে ৭৭.৭৫ গড়ে ৬২২ রান নিয়ে টুর্নামেন্ট শেষ করেন। আফগানদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন।

শুধু রান নয়। গুনেমানেও মোসাদ্দেকের জুড়ি মেলা ভার। নিখাদ ক্লাসিক ব্যাটসম্যান। স্কয়ারকাট দেখলে চোখ জুড়িয়ে যায়। বল নষ্ট করেন না। ‘বল-টু-বল’ হিট ক্ষমতা চোখে পড়ার মতো। দারুণ সিঙ্গেল বের করতে পারেন। ব্যাকফুটের মতো, ফ্রন্ট ফুটেও সাবলীল।

শুধু ব্যাটে নয়। মোসাদ্দেক বোলিং দিয়েও দলে অবদান রাখেন। প্রাথমিক দলে ডাকার পর বলা হয়েছিল অলরাউন্ডিং ক্ষমতা বিবেচনায় নিয়েই তাকে দলে নেয়া হয়েছে।

প্রস্তুতি ম্যাচে ভালো করার পর অনেকেই ভেবেছিলেন তরুণ এই ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হয়ে যাবে। মোসাদ্দেকের কেন ঠাঁই হয়নি এ নিয়ে নির্বাচকরা অবশ্য যুক্তি খাড়া করিয়েছিলেন। প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। মাঠের খেলা একটু এদিক-ওদিক হতে পারে, এই কথা মাথায় রেখে নাকি একাদশ সাজানো হয়। ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে তিনজন ওপেনার খেলানো হয়। ওদিকে মিডলঅর্ডারে মুশফিক, রিয়াদ, সাকিবের মতো পরীক্ষিতরা আছেন। যাদের কারণে সাব্বিরকে নেমে যেতে হয়েছে ৭ নম্বরে। নির্বাচকদের যুক্তি, প্রথমদিন টিম কম্বিনেশন ঠিক রাখতে যেয়েই মোসাদ্দেককে রাখা যায়নি।

অবশেষে মোসাদ্দেকের স্মৃতির খাতায় ‘২৮ সেপ্টেম্বর’ দিনটি স্থায়ী আসন করে নিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া