adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাম্পাকো মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

tampakoনিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়লস এর  মালিক সৈয়দ মকবুল হোসেনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে শ্রমিক ও তাদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে এই হিসাব থেকে টাকা তোলা যাবে বলে জানিয়েছে আদালত।

একটি রিট আবেদনের প্রেক্ষিতে দুপুরে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি আহত শ্রমিক এবং নিহতদের স্বজনদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না সে বিষয়েও রুল জারি করেছে আদালত।

গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়লসে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তখন সেখানে রাতের পালার কাজ চললেও মোট কত জন শ্রমিক নিয়োজিত ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর থেকে কারখানার মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনার ঘটনায় পাঁচ তলা কারখানা ভবন প্রায় ধসে পড়ে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুটি দল এই ধ্বংসাবশেষ কেটে সরিয়ে নেয়ার কাজ করছে। তারা এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এখনও নিখোঁজ আছে আরও অন্তত আট জন।

দুর্ঘটনার পর থেকে কারখানা মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে। এর একটি করেছেন কারখানার একজন শ্রমিকের বাবা, অপরটি করেছে পুলিশ। টাম্পাকোর মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া