adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাম্পাকোর ধ্বংসস্তূপ থেকে আরও দুই কঙ্কাল উদ্ধার

tampako-1ডেস্ক রিপাের্ট : গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়লসের ধ্বংসস্তূপ থেকে আরও দুই জনের দেহাবশেষ উদ্ধার হয়েছে। আগুনে পুড়ে তাদের দেহার বেশিরভাগই পুড়ে ছাই হয়ে গেছে। তার মাথার খুলি ও হাড়গোড়ই কেবল অবশিষ্ট আছে।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ জনে। গত ২৪ সেপ্টেম্বরও কারখানা থেকে উদ্ধার করা মরদেহের অবস্থা একই রকম ছিল।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, সকালে ভেঙে পড়া ভবনের অংশ কেটে সরিয়ে নেয়ার সময় মরদেহ দুটির সন্ধান পাওয়া যায়। এর একটি তাৎক্ষণিকভাবে উদ্ধার হয়েছে। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাকিটি উদ্ধারের চেষ্টা চলছে।

গত ১০ সেপ্টেম্বরের বিস্ফোরণ ও আগুনের আগে প্যাকেজিং কারখানায় রাতের পালার কাজ চলছিল। দুর্ঘটনার সময় সেখানে কত জন শ্রমিক ছিলেন তা এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের পর পর স্থানীয় প্রশাসনের কাছে নিখোঁজদের স্বজনরা নাম জমা দেন। সেই হিসাবে এখন পর্যন্ত আট জন নিখোঁজ আছেন বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান লিটন।

দমকল বাহিনীর এই কর্মকর্তা জানান, যে দুই জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে তাদেরকে ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করার কোনো সুযোগ নেই।

গত ১০ সেপ্টেম্বরের আগুনে পাঁচ তলা ভবনটি প্রায় ধসে পড়ার পর দিন থেকে উদ্ধার তৎপরতায় নিয়োজিত হয় সেনাবাহিনী। তাদেরকে সহযোগিতা করছে ফায়ার সার্ভিস।

ভবনের ধসে পড়া ধ্বংসাবশেষ কেটে সরিয়ে নিচ্ছে উদ্ধারকারীরা। তবে ভেতরে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদ থাকায় তাদেরকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে বলে উদ্ধার অভিযান এখনও শেষ করা যাচ্ছে না।

এই ঘটনার পর থেকে কারখানা মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন আত্মগোপনে আছেন। তার বিরুদ্ধে পুলিশ এবং নিহত এক শ্রমিকের বাবা আলাদা মামলা করেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া