adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৩তম অর্ধশতকে ৯ হাজারে পা তামিমের

252655-3_129227ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মালিক হলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই কীর্তি গড়েন বাঁহাতি ওপেনার। এদিন ৬৩ বলে ৩৩তম ওয়ানডে অর্ধশতক তুলে নেন তিনি। ২২তম ওভারে রশিদ খানের তৃতীয় বলে দারুণ এক কাভার ড্রাইভে বল মাঠছাড়া করে অর্ধশতকে পৌঁছান।

তামিম এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ৪২টি, রান ৩ হাজার ১১৮। ৫২ টি-টোয়েন্টিতে ১ হাজার ১৫৪। আর এই ম্যাচ নিয়ে মোট ওয়ানডে চলছে ১৫৪টি।

ওয়ানডেতে আজকের আগ পর্যন্ত তার রান ছিল, ৪ হাজার ৭১৩। সবমিলিয়ে ৯ হাজার থেকে ১৫ রান দূরে ছিলেন। তামিম এদিন ৮৯তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজারের মাইলফলক পার করেন।

এর আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সাকিবই চার হাজারের মাইলফলক আগে স্পর্শ করেন।  ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬৩ রান করে সাকিব তামিমের আগে ইতিহাস গড়েন। ওই ম্যাচের আগে চার হাজার রান করতে সাকিবের দরকার ছিল ২৩, তামিমের ২৯। তামিম ওপেনার হওয়ায় আগে ইতিহাসে পা রাখতে পারতেন। কিন্তু ১৯ রানের মাথায় সাজঘরে ফিরে সেই সুযোগ হাতছাড়া করেন দেশসেরা ওপেনার।

বিশ্বকাপের পর তামিম দুই সেঞ্চুরি এবং পাঁচ হাফসেঞ্চুরি করে নিজের মোট সংগ্রহ বাড়িয়ে নিয়েছেন। এই সময়ে সাকিবের হাফসেঞ্চুরি মাত্র তিনটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া