adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনমন্ত্রী বললেন – বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা যাবে

noorনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি এএইচএমবি নূর চৌধুরীকে কানাডার সাংবিধানিক বাধা সত্ত্বেও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউট মিলনায়নে ১৩০তম যুগ্ম জেলা জজ পদমর্যাদা সম্পন্ন বিচারবিভাগীয় কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘কানাডার সাংবিধানিক বাধা স্বত্ত্বেও তাকে ফিরিয়ে আনার সুযোগ আছে। একটু আশার আলো আছে বলেই এ ব্যাপারে আলোচনা চলছে।’

নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে সম্প্রতি দু'দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাবেন।’

এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ত্যাগ করে নূর চৌধুরী। সে বর্তমানে কানাডার টরন্টোতে রয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা মামলার চূড়ান্ত বিচারে নুর চৌধুরীর ফাঁসির রায় হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া