adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

'৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়তে হবে'

fawad-khan-mahira-khan_650x_238795আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাইতে অবস্থানরত পাকিস্তানের সব ধরনের শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। এর অন্যথা হলে পরিণতি হবে খুব ভয়ঙ্কর বলে হুমকি দিয়েছে দলটি।

শুক্রবার এমএনএস দলের প্রধান অমিয় খোপকার এমন হুমকি দিয়েছেন।

এমএনএস চিত্রপত সেনার প্রধান সাংবাদিকদের বলেন, 'ভারতে পাকিস্তানের যত অভিনেতা-অভিনেত্রী বা অন্য শিল্পী রয়েছে তাদের অবিলম্বে ত্যাগ করতে হবে ভারতের ভূমি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা যদি ভারত না ছাড়ে তাহলে আমরাই তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে।'

শুধু এমএনএসই নয়। অভিজিৎ ভট্টাচার্যও এই প্রসঙ্গে একহাত নিয়েছেন করণ জোহর ও মহেশ ভাটকে। টুইটারে তিনি পাক শিল্পীদের দেশ থেকে বের করে দেওয়ার কথা বলেছেন। ভারতের কিছু প্রযোজনা সংস্থাকে "দালাল" বলে টুইটারে উল্লেখ করেছেন তিনি।

এদিকে মুম্বাই পুলিশ বলছে, যে বিদেশী শিল্পীদের বৈধ কাগজপত্র আছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

করণ জোহরের পরবর্তী ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিলে' অভিনয় করছেন পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান আর পাক অভিনেত্রী মাহিরা খানকে দেখা যাবে শাহরুখ খানের ছবি 'রইসে'।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনা ছাউনিতে হামলার পর থেকেই পাক বিরোধীতায় উত্তাল ভারত। রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে ইতোমধ্যেই পাকিস্তানকে কোণঠাসা করেছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে অন্যান্য রাষ্ট্রগুলিও তিরস্কার করেছে ইসলামাবাদকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া