প্রবাসী স্বামীর সর্বস্ব লুটে দেবরের সঙ্গে উধাও
ডেস্ক রিপাের্ট : টাঙ্গাইলের সখীপুরে সৌদি প্রবাসী স্বামীর পাঠানো পাঁচ লাখ ৪০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে দেবরের হাত ধরে পালিয়েছে এক সন্তানের জননী নাছিমা বেগম (২৫)।
বুধবার উপজেলার বেড়বাড়ী টান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ব্যাপারে সখীপুর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেড়বাড়ী টানপাড়া গ্রামের সৌদি প্রবাসী শাহিন আলম তার স্ত্রী নাছিমা বেগমের ব্যাংক একাউন্টে বাড়িতে ঘর তৈরির জন্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা পাঠায়।
বুধবার রাতে নাছিমা বেগম ওই টাকা ও ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে চাচাতো দেবর প্রতিবেশী মামুদ আলীর ছেলে ট্রাক ড্রাইভার রনির হাত ধরে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন শাহিন আলমের বাবা।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, বৃহস্পতিবার মামলার তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।