adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন-শেখ হাসিনা বিশ্বের নন্দিত নেত্রী

008_238573নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফল নেতৃত্বের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানকালে দু’টি পুরস্কারসহ ২৯টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তিনি শুধু দেশের নন, সারা বিশ্বের নন্দিত নেত্রী।'

তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সকল অর্জন শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।'

২৩ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির শৃঙ্খলা উপ-কমিটির এক সভায় এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।

শৃঙ্খলা উপ-কমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসলামুল হক এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আমিন রুহুল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, ইকবালুর রহিম এমপি ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন অপু।

আসাদুজ্জামান খান কামাল বলেন, 'দেশের স্বাধীনতাসহ সকল গুরুত্বপূর্ণ অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শৃঙ্খলা উপ-কমিটির দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন না এ কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করলেই দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করা সম্ভব হবে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ সম্মেলনে শুধু দেশ নয়, বিদেশ থেকেও অনেক অতিথি আসবেন। আর সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে তারাও জানতে পারবেন আওয়ামী লীগ একটি সৃশৃঙ্খল সংগঠন।'

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, 'আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ১ অক্টোবর থেকে সম্মেলন স্থলে একটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হবে এবং সম্মেলন স্থানকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা হবে।'

তিনি বলেন, 'সাংবাদিকরা দ্রুত সংবাদ পরিবেশন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।'

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করা এবং নিরাপত্তা বলয় তৈরিতে শৃঙ্খলা উপ-কমিটির প্রতিটি সদস্যকে কঠোর পরিশ্রম করতে হবে বলেও তিনি উল্লেখ করেন ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া