adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘শেখের বেটি যেডা কয় সেটা করে’

picture-chilmari-23-09-2016-2ডেস্ক রিপাের্ট : ‘শেখের বেটি যেডা কয় সেডা করে। সেদিন  চিলমারী আসি কয়া গেছিল নদী বন্দর কইরবে। আইজ তার কাম শুরু কইরলে বাহে’- কথা গুলি বললেন রমনা এলাকার  বয়ঃবৃদ্ধ কৃষক আলিম মিয়া। ভারত উপমহাদেশের প্রাচীনতম চিলমারী নৌ বন্দরকে পুন: চালুকরণের লক্ষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি ভিত্তিপ্রস্থর স্থাপনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথাগুলো বললেন আলিম মিঞা।

উপজেলার হাটিথানা এলাকার আকবর আলী (৬৫) বলেন, ‘হামরা শুনছি, চিলমারী এক সময় বিরাট বন্দর আছিল। আসাম, ইন্ডিয়া থাকি জাহাজ এ্যাডে আসছিল। এ্যাডে থাকি ব্যাপারিরা পাট কিনি নৌকাত করি নারায়ণগঞ্জ নিয়া গেছিল। চিলমারীত পাটের কল আছিল। বড় বড় পাটের গুদ্যাম আছিল। মারোয়ারীরা এ্যাডে ব্যবসা বাণিজ্য করছিল। কি গমগমা আছিল  চিলমারী বাহে। শুন্নু, বন্দর হইলে ফির বলে সেই দ্যান হইবে হামার চিলমারী?’

জোড়গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাছরিন আরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘মরহুম ভাওয়াইয়া ও পল্লীগীতির স¤্রাট আব্বাস উদ্দিন “ওকি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারী বন্দরে” গানটি গেয়েছিলেন অবিভক্ত বাংলা থাকার সময়। এই গানটি থেকে বুঝা যায়, চিলমারী নৌ বন্দরটি অতি প্রাচীন কালের বিখ্যাত একটি নৌ বন্দর। ব্রহ্মপুত্র নদের পুনঃ পুনঃ ভাঙ্গনে সেই বন্দর ব্রহ্মপুত্র নদের বুকে বিলীন হয়ে গেছে। এতোকাল পরে গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ উদ্বোধন অনুষ্ঠানের সুধি সমাবেশে চিলমারী নৌ-বন্দর পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। সেই কাজটি যে এতো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, সেটা ভাবিনি। আজ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’

সাংস্কৃতিক কর্মী মোঃ মজনু মিঞা বলেন, ‘শুনেছি স্বাধীনতার পরও চিলমারী বন্দর থেকে যাত্রীবাহী ষ্টিমার বাহাদুরাবাদ ঘাটে যাওয়া আসা করতো। পরে সেটা বন্ধ হয়ে যায়। নৌ বন্দরের পাশাপাশি রেলপথ ও সড়ক পথের উন্নয়ন হলে, চিলমারী বন্দর একটি ব্যবসায়িক জোনে পরিণত হবে। এখানে আর অভাব থাকবে না। থাকবে না বেকারত্ব। শুরুতো হলো, এখন দ্রুত কাজটি শেষ করার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া