হাছান মাহমুদ বললেন-বিএনপি একটি বিষধর সাপ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি সব সময় খুনি ও অপরাধীদের মদদ দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এই দলটি একটি বিষধর সাপ। এই সাপ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সুযোগ বুঝে সবাইকে ছোবল মারবে।’
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন হাছান মাহমুদ। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।
হাছান মাহমুদের বক্তব্যের একটি বড় অংশ জুড়েই ছিল বিএনপির সমালোচনা। শুক্রবার বিএনপির সংবাদ সম্মেলনে দলের নেতা শামসুজ্জামান দুদু বলেন, তার দল অস্থিরতা পছন্দ করে না। এর জবাবে হাছান বলেন, ‘আন্দোলনের নামে তারা শুধু মানুষ হত্যা করেই থামেনি; গরু-ছাগল থেকে শুরু করে গাছ-পালাও রক্ষা পায়নি তাদের হিংস্রতা থেকে। সারা বছর তারা গণ্ডগোল করে, এখন বলছে অস্থিরতা পছন্দ করে না। এ যেন ভুতের মুখে রাম নাম।’
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, মেয়াদ শেষের পর নতুন কমিশন গঠনের দায়িত্ব রাষ্ট্রপতির। গতবারের মত এবারও সার্চ কমিটি গঠন করেই এই কমিশন গঠন করবেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি চায় তারা তাদের পছন্দের লোক দিয়ে কমিশন গঠন করতে। এ কারণেই বিএনপি সার্চ কমিটি নিয়ে অহেতুক বিতর্কের চেষ্টা করছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসাও করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জাতিসংঘে তিনি যে বক্তব্য দিয়েছেন তা শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব। অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে জনগণের কল্যাণে এই টাকা ব্যয় করতে বলেছেন তিনি। এ কারণে তিনি সারা বিশ্বে প্রসংশিত হয়েছেন। শেখ হাসিনা শুধু আমাদের নেতা নয়, তিনি এখন বিশ্ব নেতা।’
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যখন বাংলাদেশ অগ্রগতির দিকে ধাবমান। তখন দেশ বিরোধী চক্রান্তকারীরা বসে নেই, দেশকে পিছনে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে।