আমি ভীষণ খুশি, দলের জন্য আরো ভালো কিছু দিতে চাই
ক্রীড়া প্রতিবেদক : তাসকিন আহমেদ ও আরাফাত সানির কনুইয়ের বাঁক এখন ইতিবাচক। যেটি গ্রহণযোগ্য (১৫ ডিগ্রি) মাত্রার মধ্যেই আছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে আর কোনো বাধা নেই তাদের। আইসিসির ওয়েবসাইট থেকে এই সংবাদ জানতে পেয়ে আনন্দে আত্মহারা পেসার তাসকিন।
তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। আগের চেয়ে দলকে আরও ভালো কিছু উপহার দিতে চাই। বোলিংয়ের ধারটা আমার আরও উন্নত হয়েছে। তাসকিন নিজের ফেসবুকেও লিখেছেন, সুসংবাদ পেলাম। ভীষণ খুশি হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তাসকিনকে মাঠে পেতে পারে বাংলাদেশ দল। ১৪তম সদস্য হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তাসকিন। বিষয়টি আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। গত বৃহস্পতিবার দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে মিনহাজুল আবেদীন বলেন, তাসকিনের ইতিবাচক ফল আসবে। এটা ধরেই আমরা ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছি। ওর জন্য জায়গাটা ফাঁকা থাকল।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন তাসকিন ও সানি।