adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতিসংঘে প্রধানমন্ত্রী : সন্ত্রাস নির্মূলে তার সরকার সফল

hasinaমশিউর রহমান সুমন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের দেশে যেসব সন্ত্রাসী গোষ্ঠীর উদ্ভব হয়েছে, তাদের নিষ্ক্রিয় করা, তাদের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করা এবং বাংলাদেশের ভূখণ্ড থেকে আঞ্চলিক সন্ত্রাসীদের কার্যক্রম নির্মূল করার ক্ষেত্রে আমাদের সরকার সফল হয়েছে।' বৃহস্পতিবার ভোরে (বাংলাদেশ সময়) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর নির্দিষ্ট কোনও একটি দেশের সমস্যা নয়। কোনও দেশই এখন সন্ত্রাসবাদ থেকে নিরাপদ নয়। এমন কোনও ব্যক্তি নেই, যিনি সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুর বাইরে।' 

সন্ত্রাসবাদ নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমেরিকা থেকে ইউরোপ; আফ্রিকা থেকে এশিয়া- অগণিত নিরীহ মানুষ সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। আমরা মনে করি সন্ত্রাসীদের কোনও ধর্ম, বর্ণ বা গোত্র নেই। এদের নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। একই সঙ্গে এদের পরামর্শদাতা, মূল-পরিকল্পনাকারী, মদদদাতা, পৃষ্ঠপোষক, অস্ত্র ও অর্থ-সরবরাহকারী এবং প্রশিক্ষকদের খুঁজে বের করতে হবে। কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে।'

নিজেও সন্ত্রাসী হামলার শিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বিশ্বাসী।' 

প্রধানমন্ত্রী বলেন, 'জলবায়ু পরিবর্তন আমাদের অনেক অর্জনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। পরবর্তী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রেখে যেতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের লাখ-লাখ নারী অর্থনীতিতে অবদান রাখছেন। বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা এবং স্পিকার নারী।’

প্রধানমন্ত্রী বলেন, 'দেশে দারিদ্রতার হার দ্রুত হ্রাস পাচ্ছে। রফতানি আয় বেড়েছে তিন গুণ। প্রবাসীদের বৈদেশিক মুদ্রা পাঠানোর হারও তিনগুণ বেড়েছে। আগের চেয়ে বেড়েছে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণও।'

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্ক রয়েছেন।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে ‘ওমেনস লিডারশিপ অ্যান্ড জেন্ডার পার্সপেক্টিভ অন প্রিভেন্টিং অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্স এক্সট্রিমিজম’ বিষয়ক সাইড ইভেন্টে ভাষণকালে এ কথা বলেন। নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ’এর আমন্ত্রণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফরসূচির অংশ হিসেবে শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে হোটেল গ্রান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য রাখার কথা রয়েছে।

এছাড়া প্রধামন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তুবিষয়ক এক বৈঠকে যোগ দেওয়ার পর তিনি ওবামা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দিতে পারেন।

২২ সেপ্টেম্বর সড়ক পথে ভার্জিনিয়ার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর আমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি’র ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করবেন। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া