adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেডিনোভা ও পপুলারসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

rab_25613_1474469491নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে রোগ নির্ণয় করায় মেডিনোভাসহ চার প্রতিষ্ঠানকে বাইশ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
প্রতিষ্ঠানগুলো হলো- মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার ও ন্যাশনাল মেডিকেল ইনষ্টিটিউট হাসপাতাল।
 
২১ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পুরান ঢাকায় অবস্থিত এসব প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
 
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-২ এর উদ্যোগে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সরওয়ার আলম। এ সময় র‌্যাব-২ এর উপ-পরিচালক মো. মাহবুব আলম, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মোঃ শাহজাহান ও ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপার মো. রাজিউর রহমান উপস্থিত ছিলেন।
 
র‌্যাব জানায়, ইংলিশ রোডে অবস্থিত মেডিনোভা মেডিকেল সার্ভিসেসে গিয়ে দেখা যায়, বিভিন্ন ডায়ানষ্টিক টেষ্টের জন্য ব্যবহৃত হচ্ছে মেয়াদউত্তীর্ণ রি-এজেন্ট। রোগ নির্ণয়ের রিপোর্ট কার্ড হিসেবে ব্যবহৃত বইয়ে ১৫টি পাতা ব্যাংক স্বাক্ষর করা অবস্থায় পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের নামে ভুয়া সিলও পাওয়া যায়।
 
পরে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাসির ওয়াকার (৪১), ল্যাব ইনচার্জ উজ্জল মিয়া (৩২), ম্যানেজার অ্যাডমিন সাইফুল ইসলাম (৪০) এবং কেয়ারটেকার আবু ইয়াহিয়াকে (৪৩) আটক করা হয়। তাদের  আট লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
একই এলাকায় পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, সেখানেও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে বিভিন্ন রোগ নির্ণয় করা হচ্ছে। পরে প্রতিষ্ঠানটির ম্যানেজার শিবলী সাদি আকন্দ (৪০), আবুল কালাম আজাদ (৪৮) ও মো. রবিকুল ইসলামকে (৪৩) আটক করা হয়। তাদের ছয় লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
একই অভিযোগে ওই এলাকায় মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার খোকন চৌধুরী (৫০), ল্যাব ইনচার্জ মাহফুজ ভুইয়া (৩০) ও টেকনোলজিষ্ট মিলন চৌধুরীকে (৪২) আটক করা হয়। তাদের চার লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
জনসন রোড অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনষ্টিটিউট হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ছাড়াও অত্যন্ত নোংরা পরিবেশে ল্যাব পরিচালনা করা হয়। সেখানে অনুমোদনবিহীন ব্লাড ব্যাংক পরিচালনা করা হয়।
 
এসব প্রেক্ষিতে অভিযোগের হাসপাতালের ল্যাব ইনচার্জ সুলতান এম আতিকুর রহমান (৩৮) এবং টেকনোলজিষ্ট মো. জিয়াউর রহমানকে (৩০) আটক করা হয়। তাদের চার লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাছাড়া আগামী এক মাসের মধ্যে ল্যাবের মান উন্নত করাসহ ব্লাড ব্যাংকের অনুমোদন নেয়ার নির্দেশ দেয়া হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া