adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ শব্দের শ্লোগানে আ’লীগের সম্মেলন হবে

a-wনিজস্ব প্রতিবেদক : উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার। এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার- এই ১২ শব্দের শ্লোগানকে ধারণ করে আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষ্যে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি।
 
হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিক বন্ধুরা উৎসুক হয়ে সম্মেলনের শ্লোগান কি এটা জানতে চান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইতোমধ্যে সম্মেলনের শ্লোগান চূড়ান্ত করে দিয়েছেন। তিনি কয়েকদিন আগে দেশের বাইরে যাওয়ার আগে এটি চূড়ান্ত করে দিয়েছেন।’
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। বিএনপি নেতৃবৃন্দ ছাড়া সবাই এমনকি বিশ্ব নেতৃবৃন্দও এ কথা স্বীকার করছেন। বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে তখন বিএনপি-জামায়াত এই উন্নয়নের গতিকে স্তব্ধ করতে চায়। প্রকৃতপক্ষে দেশ এগিয়ে যাক তারা তা চায় না। দেশের এই ঈর্ষণীয় অগ্রগতিও তারা চায় না।’
 
তিনি আরও বলেন, ‘আমাদের ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর ‘মানব সূচক উন্নয়নঃ স্বাস্থ্যখাতে অগ্রগতি’ শীর্ষক একটি সেমিনার হবে। সম্মেলনের কয়েকদিন আগে ‘আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য’ শিরোনামে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে।’
 
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপ-কমিটির সদস্য অসীম কুমার উকিল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাব্লিউ, আকতার হোসেন, আমিনা কোহিনুর আলম, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মারুফা আক্তার পপি, আশরাফ সিদ্দিকী বিটু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া