adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণার ৩ 'রাজাকারের' বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ নভেম্বর

ict_237786ডেস্ক রিপাের্ট : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোণার তিন 'রাজাকারের' বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সময় মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ দাখিলের জন্য ট্রাইব্যুনালের কাছে দুই মাস সময় প্রার্থনা করা হয়েছিল। আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

এই তিন 'রাজাকারের' বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তিন 'রাজাকার' হলেন— মুক্তিযুদ্ধের সময় স্থানীয় শান্তি কমিটির সদস্য ও রাজাকার পলাতক দুই সহোদর হেদায়েত উল্লাহ আঞ্জু বিএসসি ও এনায়েতউল্লাহ মঞ্জু এবং গ্রেফতার 'রাজাকার' সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী।

গত বছরের ৫ মে থেকে তাদের বিরুদ্ধে মামলাটির তদন্ত শুরু হয়। মামলাটি তদন্ত করেন মোহাম্মদ আমিনুর রশীদ।

প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নী বলেন, 'এই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। প্রতিবেদনে অসংখ্য ভুল রয়েছে। এটা যাচাই বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে আমরা আদালতের কাছে দুই মাস সময় চেয়েছি। আদালত ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছেন।'

এই তিন 'রাজাকারের' মধ্যে দুই সহোদরের গ্রামের বাড়ি আটপাড়ার কুলশ্রীতে। অপরজনের বাড়ি মদন থানায় জাহাঙ্গীরপুরে। তবে আঞ্জু বসবাস করেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে ওই এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করাসহ ছয় ধরনের অভিযোগ রয়েছে। নেত্রকোণার আটপাড়া থানার মধুয়াখারী গ্রাম, মোবারকপুর গ্রাম, সুখারী গ্রাম এবং মদন থানার মদন গ্রামে এসব অপরাধ সংঘটিত হয়।

আসামিদের তিনজনই একাত্তরে জামায়াতের কর্মী ছিলেন। এদের মধ্যে আঞ্জু-মঞ্জু এখনো জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৪০ জন সাক্ষী প্রস্তুত করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে ওই দিনই সোহরাব ফকিরকে গ্রেফতার করা হয়। বাকি দু'জন এখনও পলাতক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া