adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওষুধ শিল্প পার্কে প্লট বরাদ্দ অক্টোবরে

untitled-1_237662ডেস্ক রিপাের্ট : আগামী অক্টোবর মাসে ওষুধ শিল্পের এপিআই শিল্প পার্কে পল্গট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, পল্গট বরাদ্দ দেওয়ার পর পরই ওষুধের কাঁচামাল উৎপাদনের কারখানা স্থাপন শুরু হবে। এর ফলে ওষুধ শিল্পের কাঁচামাল খাতে আমদানি খরচ ৭০ শতাংশ কমে আসবে।

বিসিকের আওতায় বাস্তবায়নাধীন ওষুধ শিল্পনগরী প্রকল্পের (এপিআই শিল্প পার্ক) অগ্রগতি পর্যালোচনা সভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
গতকাল ১৮ সেপ্টেম্বর রোববার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির উদ্যোক্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিনিয়র শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিকের নতুন চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সফিউদ্দিন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, জেনারেল ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. মোমেনুল হক, অপসোনিন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ খান, এমিকোর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুল ইসলাম, হেলথ কেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হালিমুজ্জামান, এড্রুকের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ উদ্দিন খান, জিসকা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান ও ইউনিহেলথের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেনসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ওষুধ শিল্পনগরীর কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিল্পনগরীতে ৪২টি শিল্প ইউনিটের অনুকূলে পল্গট বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। জমির প্রতি শতাংশের মূল্য ধরা হয় ৩ লাখ ৯ হাজার টাকা। এ ছাড়া উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে ওষুধ শিল্প পার্কে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ওষুধ শিল্প উদ্যোক্তারা বরাদ্দ পাওয়া পল্গটের বিপরীতে মূল্য পরিশোধের সময়সীমা বাড়ানো ও সার্ভিস চার্জ কমানোর প্রস্তাব দেন। শিল্পমন্ত্রী পল্গটের মূল্য পরিশোধের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে দশ বছর এবং বিসিক নির্ধারিত সার্ভিস চার্জ শতকরা ২০ ভাগ থেকে কমিয়ে সাড়ে ১২ ভাগ নির্ধারণ করেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত ওষুধ বর্তমানে বিশ্বের ১৩৩টি দেশে রফতানি হচ্ছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ পেটেন্টেড ওষুধ উৎপাদনের জন্য বিশ্ববাণিজ্য সংস্থা থেকে ২০৩৩ সাল পর্যন্ত ছাড় পেয়েছে। এ সুযোগ কাজে লাগাতে তিনি দ্রুত এপিআই শিল্প পার্ক বাস্তবায়নে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এটি বাস্তবায়িত হলে ওষুধ শিল্প খাতে আমদানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি রফতানি আয় বাড়বে।

এসএম সফিউদ্দিন বলেন, দীর্ঘদিনের কষ্টের ফসল ওষুধ শিল্পের বিপ্লব। আগামী ২০৩৩ সালের মধ্যে দেশে কাঁচামাল উৎপাদন হলে আরও বড় বাজার ধরা সম্ভব হবে। এপিআই শিল্প পার্কে প্রত্যেক কোম্পানি আলাদা কাঁচামাল উৎপাদন করবে। কেবল ওষুধের কাঁচামাল উৎপাদনের জন্য শিল্প পার্কে ৪২টি প্রতিষ্ঠান শিল্প স্থাপন করবে। বর্তমানে দেশের ওষুধ শিল্প খাতে প্রায় ৯ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন হচ্ছে। এ উৎপাদন থেকে অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৭ ভাগ মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে। এপিআই শিল্প পার্ক স্থাপন করা হলে ওষুধ শিল্পের কাঁচামালের দেশীয় চাহিদার শতকরা ৭০ ভাগ জোগান দেওয়া সম্ভব হবে। গত অর্থবছরে ৬৫৭ কোটি টাকার ওষুধ রফতানি হয়েছে। এর আগের অর্থবছরে ৫৮১ কোটি টাকার ওষুধ রফতানি করা হয়েছে। আগের অর্থবছরের চেয়ে গত অর্থবছরে ওষুধ রফতানি বেড়েছে ১৩ শতাংশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া