adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুরফুরে মেজাজে ঢাকার ট্রাফিক পুলিশ

trafiqডেস্ক রিপাের্ট : ঈদুল আজহার ছুটি শেষে পুরোপুরিভাবে সরকারি-বেসরকারি প্রায় সব অফিস-আদালত, স্কুল-কলেজ খুলবে রবিবার। সে কারণে রাজধানী ঢাকায় ছুটির শেষদিন শনিবারও রাস্তায় যানবাহনের চাপ ছিল তুলনামূলকভাবে কম। আর ছুটির শেষদিনে এই ফাঁকা রাস্তায় বেশ ফুরফুরে মেজাজেই কাটিয়েছেন রাজধানীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা। কয়েকদিন খুব চাপ থাকলেও এখন কিছুটা স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু ইউসুফ বলেন, ‘এবার ঈদে ছুটি পেয়েছেন মাত্র ২৫-৩০ শতাংশ ট্রাফিক পুলিশ সদস্য। বাকি ৭০-৭৫ শতাংশকে ঈদে ডিউটি করতে হয়েছে ঢাকায়। রাস্তায় গাড়ির চাপ কম থাকলেও ঈদের আগে ও পরে টার্মিনাল এবং নগরীর প্রবেশমুখগুলোতে বেশি চাপ থাকে তখন এসব এলাকায় লোকবল বাড়াতে হয়।’

আবু ইউসুফ বলেন, ‘ঈদের আগে আমাকে পর পর দুইদিন মহাখালীতে সারারাত ডিউটি করতে হয়েছে। এসময় প্রচুর চাপ সামলাতে হয়। ঈদের পর বেশি ভিড় হয় বিনোদনকেন্দ্রগুলোতে।’ এছাড়া ফাঁকা রাস্তা পেয়ে গাড়ির রেসিং বন্ধ করতেও ট্রাফিক পুলিশকে সজাগ থাকতে হয় বলে জানান তিনি।

শাহবাগ, সোনারগাঁও, বিজয় স্মরণী, ধানমণ্ডি ৩২, আসাদগেট এলাকা ঘুরে দেখা গেছে, সবগুলো সিগন্যালে ট্রাফিক পুলিশের একাধিক সদস্য ডিউটি পালন করছেন। তবে রাস্তায় যানবাহনের খুব বেশি চাপ না থাকায় বেশ কিছুটা স্বস্তিতে সময় পার করছেন তারা।

মোহাম্মদ হাসান আসকরী ও সুমন কুমার মোহন্তএ বিষয়ে শাহবাগ পুলিশ ফাঁড়িতে কথা হয় সার্জেন্ট মোহাম্মদ হাসান আসকরী ও সুমন কুমার মোহন্তের সঙ্গে। তারা জানান, খুব একটা কাজের চাপ নেই। রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে এখন ডিউটি করতে হচ্ছে না। তবে মাঝে মাঝে অন্যান্য সদস্যদের নির্দেশনা দেওয়া আর কোনও সমস্যা হলে সেগুলো সামলাচ্ছেন তারা।

এদিকে, ঈদে ছুটি না পাওয়ায় কোনও আক্ষেপও নেই তাদের। মানুষের সেবা করতে হবে জেনেই এই পেশায় এসেছেন বলে জানান আসকরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সবাই দুই ঈদে ছুটি পাবেন এমনটা হয় না। একজন এক ঈদে ছুটি পেলে সাধারণত অন্য ঈদে তাকে ডিউটি করতে হয়। মন খারাপ কিছুটা হলেও কিছু করার নেই। আমাদের সেবা পেশাগুলো এমনই। মানুষের সেবায় আমাদের নিয়োজিত থাকতে হয়। সে ক্ষেত্রে অনেক সময় নিজের সুখটা বিসর্জন দিয়েই কাজ করতে হয়।’

ঈদ পরবর্তী সময়ে দিনের বেলা যানবাহনের হাল্কা চাপ থাকলেও রাতের বেলা বেপরোয়া গাড়ি চালকদের দৌরাত্ম্য বেড়ে যায় বলে জানান সুমন কুমার মোহন্ত। তিনি বলেন, ‘রাত বেড়ে যাওয়ার সাথে সাথে উৎসবের ছুটিগুলোতে রেসিং বেড়ে যায়। সাথে বাড়ে মাতাল চালকের সংখ্যাও। এগুলো নিয়ন্ত্রণে বেশ বেগ পোহাতে হয়।’ এছাড়া বাকিটা সময় মোটামুটি ফুরফুরে মেজাজেই কাটানো যায় বলে জানান সুমন কুমার মোহন্ত।

কনস্টেবল মো. সাইফুল ইসলামসোনারগাঁও সিগন্যালে হাত প্রসারিত করে গাড়ি থামার নির্দেশ দিয়ে দাঁড়িয়ে ছিলেন কনস্টেবল মো. সাইফুল ইসলাম। কথা হয় তার সঙ্গে। সাইফুল ইসলাম বলেন, ছুটিতে সবাই প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করলেও আমরা পারিনি। ঈদের ছুটিতে ডিউটি পালন করছি। তবে মনটা পড়ে থাকে বাড়িতে। তবে বাড়ি যেতে না পারলেও অন্যদের নির্বিঘ্ন যাতায়াতে সাহায্য করতে পারাকেই নিজের ঈদ আনন্দ বলে মনে করি।’

ধানমণ্ডি ৩২ নম্বরের সিগন্যালে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন সার্জেন্ট বিএম সাদাত হোসেন। কেমন কাটছে দিনকাল এমন প্রশ্নের উত্তরে হেসে তিনি জবাব দেন, ‘ফাঁকা রাস্তায় যেমন কাটে!’ তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি কম থাকায় চাপ কম। এই তো তবে আজকেই আরাম শেষ। কাল থেকে রাস্তায় আবার গাড়ি নামবে। জ্যামও বাড়বে, সাথে বাড়বে আমাদের ব্যস্ততাও!’

এছাড়াও যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ গাড়ি চলাচল ঠেকাতে তৎপর দেখা গেছে নগরীর মৎস্যভবন, নিউমার্কেট, কলাবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, তেজগাঁও এলাকায় দায়িত্বরত সার্জেন্টদেরও।বাংলাট্রিবিউন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া