adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিসিবির ভাবনায় আফ্রিদি-আজমলের ‘সম্মানজনক’ বিদায়

afridiস্পাের্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শহীদ আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার গুঞ্জন চলছে। এবার তাতে আরো একটু বাড়তি রঙ মেশালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান নাজাম শেঠী। সাবেক অধিনায়ক ও অলরাউন্ডারকে সম্মানের সঙ্গেই বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে তাদের। একই সঙ্গে তারা বিদায় বলতে চায় অফ স্পিনার সাঈদ আজমলকেও।

এ ব্যাপারে এক্সপ্রেস নিউজকে নাজাম শেঠী বলেন, ‘আগামী সপ্তাহে আমি তাদের সঙ্গে এ নিয়ে কথা বলব। তাদেরকে সম্মানের সঙ্গে বিদায় জানানোর পরিকল্পনার কথা জানাবো।’

যদিও আফ্রিদি এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চাইছেন না। তার পরিকল্পনায় ছিল আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া। কিন্তু প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের দেওয়া ওই সিরিজের দলে নেই তিনি। গুঞ্জন ছিল, সিরিজটিতে খেলেই অবসরে যাওয়ার তদবির করেছিলেন তিনি। যদিও তাতে কাজ হয়নি। কারণ ওই সময়ে দেশে ছিলেন না পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ও কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান নাজাম শেঠিও। এই অবস্থায় ওই পরিকল্পনা কাজে আসেনি।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মের কারণে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিদি। এরপর থেকেই দলের বাইরে রয়েছেন তারকা এই অলরাউন্ডার। এদিকে গত বছরের এপ্রিলে পাকিস্তানের জার্সিতে খেলেছিলেন আজমল। তাই বলা যায় এই দুই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া এখন অনেকটাই সময়ের ব্যাপার। তবে তারা ইচ্ছে করলে দেশি ও বিদেশি ঘরোয়া লিগে খেলতে পারবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া