adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে বিজ্ঞাপন চিত্রে কাজ করতে বিসিবির অনুমতি ছিলো

shakibক্রীড়া প্রতিবেদক : বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করতে সাকিব আল হাসানকে আগেই অনুমতি দিয়ে রেখেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই মতে সাকিব গত শুক্রবার হুয়াই মোবাইল কোম্পানির বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের জন্য কক্সবাজার গিয়েছিলেন।
১৭ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানান। তবে কয়টি প্রতিষ্ঠানের মডেল হতে সাকিবকে অনুমতি দেয়া হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে বিসিবির নির্বাহী অপারগতা প্রকাশ করেন। তিনি এই প্রতিবেদককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জানতে চান, হেলিকপ্টারে যাওয়া সাকিবের কী অন্যায় হয়েছে? উত্তরে ‘না’ বলায় বেশ আস্বস্ত হলেন বিসিবির নির্বাহী। তিনি বলেন, সাকিব বিসিবির আচরণবিধি লঙ্ঘন করেননি। অথচ আপনারা সাংবাদিকরা প্রচার করেছেন, বিসিবির অনুমতি না নিয়ে সাকিব হেলিকপ্টার ভ্রমণ করেছেন। অল্পের জন্য সাকিব দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, আপনাদের বুঝতে হবে, হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে দুর্ঘটনার শিকার হয়নি। সাকিবকে কক্সবাজারের উখিয়ায় নামিয়ে ফেরার পথে  বিজ্ঞাপনি প্রতিষ্ঠানের হিসাব বিভাগের এক কর্মকর্তা  সেলফি তোলেন। এসময় তিনি শরীরের অর্ধেকটা বাঁ দিকে হেলিয়ে দিলে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, ‘অল্পের জন্য রক্ষা পেলো সাকিব’ এই শিরোনামে সংবাদ প্রচার করা সত্যের অপলাপ বলে আমি মনে করি।
বিসিবির নির্বাহী এও বলেছেন, সাকিবকে বিজ্ঞাপন চিত্রে কাজ করার অনুমতি দেওয়া হলেও ঢাকা ছাড়ার আগে  বিসিবিকে জানানো উচিৎ ছিলো। এখন থেকে বিজ্ঞাপন চিত্রে কাজ করতে তারকা ক্রিকেটারদের উপর আরো বেশি কড়াকড়ি নিয়ম চালু করা হবে বলে জানান তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া