adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে স্ত্রী বিক্রির বিজ্ঞাপন!

wife-for-sale_আন্তর্জাতিক ডেস্ক : ঘরে বসে বিপণনের জন্য আজকাল ই-কমার্স ব্যাপক জনপ্রিয়। কম্পিউটার, ক্যামেরা, বই থেকে শুরু করে পেনড্রাইভ— কিছু না কিছু আমরা হামেশাই কিনে থাকি বিভিন্ন ই-কমার্স সাইট থেকে।  
  
পুরনো জিনিস বিক্রির অন্যতম জনপ্রিয় সাইট ই-বেতে  ৩৩ বছর বয়সী সাইমন ওকেন যা বিক্রির ঘোষণা দিয়েছেন তাতে যে কারও চোখ কপালে উঠবে।কারণ ঘ্যানঘ্যানে স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে রাগের মাথায় তার ছবি তুলেই ই-বেতে বিজ্ঞাপন দিয়ে বসলেন সাইমন। বিজ্ঞাপনের বিবরণে আবার লুকোছাপা না করে সত্যি কথাই লিখলেন তিনি—‘ইউজড ওয়াইফ’ অর্থাৎ ব্যবহৃত স্ত্রী। সাইমনের স্ত্রী লিয়েন্ড্রার বয়স ২৭ বছর। দুই সন্তানের মা তিনি।  
  
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাইমন জানিয়েছেন, ‘আমি কাজ থেকে ফেরার পরে সেদিন খুবই ক্লান্ত ছিলাম। আমার স্ত্রী যেমন ঘ্যানঘ্যান করেন রোজ, তেমনটাই করছিলেন। সঙ্গে এটাও বলছিলেন, আমি নাকি মোমবাতির দু’টি দিকই জ্বালিয়ে দিয়েছি। আমি ভাবলাম নাহ, এ আর সহ্য করা যাবে না। আমি ওকে আজই  বিক্রি করে দেব। তারপরই ই-বেতে বিজ্ঞাপন দিয়ে পোস্ট করলাম।’ 
পোস্টে লিয়েন্ড্রার ছবি আপলোড করেন সাইমন।  
  
সঙ্গে বিবরণে লেখেন, ‘‘For sale one wife. Not new has been used but still got some good miles left in her.” 
  
কেন বিক্রি করতে চাইছেন, সেই কারণও জানান তিনি। লেখেন, ‘আমি আমার কোটা পূর্ণ করেছি। এখন মনে করি, অন্য কারও কাছে ও আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে।’  
  
লিয়েন্ড্রার ফিচারস-এর জায়গায় তার ছবি আঁকার গুণের কথা উল্লেখ করেন সাইমন। এছাড়াও লেখেন লিয়েন্ড্রা রান্নাবান্নায় পটু। তিনি বিজ্ঞাপন শেষ করেন এই লিখে যে ‘‘শর্তাবলী প্রযোজ্য, একবার কিনলে আর ফেরৎ দেওয়া যাবে না।’’ 
  
স্ত্রীর আনুমানিক মূল্য তিনি ধার্য করেন ৬৫,৮৮৮ পাউন্ড। গোটা বিষয়টা জানার পরে লিয়েন্ড্রার প্রতিক্রিয়া অবশ্য খুব একটা ইতিবাচক নয়।  
  
তিনি জানিয়েছেন, ‘আমি আগুনের মতো জ্বলছিলাম এটা জানার পরে। চেয়েছিলাম ওকে মেরে ফেলতে। কর্মক্ষেত্রে এটা জানাজানি হওয়ার পরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। শুধু যে আমায় বিক্রি করতে চেয়েছে তাই নয়, সঙ্গে আমার যে ছবিটা দিয়েছে বিজ্ঞাপনে, সেটাও একটা জঘন্য ছবি।’ 
  
তবে ই-বে কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি নজরে আসার পর আলোচিত এ বিজ্ঞাপনটি ডিলিট করে দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া