adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুর পরও চলে সাজসজ্জা

toraja-peoplepiআন্তর্জাতিক ডেস্ক : অদ্ভুত তাদের গ্রাম। অদ্ভুত তাদের সামাজিক প্রথা। পূর্বপুরুষের মমি কবর থেকে তুলে পরিষ্কার করা হয়। পরে তাদের নতুন পোশাক পরিয়ে মহাসমারোহে চলে পূজা-অর্চনা।

এমন রীতি শুধু একটি পরিবারের নয়, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বসবাসকারী একটা গোটা উপজাতি এভাবে তাদের পূর্বপুরুষকে সম্মান জানায়। উপজাতিটির নাম তোরাজান।

ইন্দোনেশিয়ায় এই উৎসব ‘মা নেন’ নামে পরিচিত, যার অর্থ ‘মৃতদেহ পরিষ্কারের উৎসব’।

প্রতি তিন বছর অন্তর কবর থেকে প্রিয়জনদের তুলে আনা হয়। তার পর গোসল করিয়ে পরিপাটি করে সাজিয়ে দিনভর চলে নানা লোকাচার। পোশাক পরানোর ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। জীবিতকালে তারা যে ধরনের পোশাক পরতে ভালোবাসত, তেমনটাই পরানো হয় তাদের। বেশ কয়েক শতাব্দী ধরে চলে আসছে এমন রেওয়াজ।

মানুষ জীবিতকালে এ জন্য কিছু অর্থ সঞ্চয় করে রাখে, যাতে পরিবারের লোকেরা তার মৃত্যুর পর ভালো করে সম্মান জানাতে পারে। পরিবারে আর্থিক অনটন থাকলে, প্রিয়জনের অন্ত্যেষ্টির জন্য কয়েক সপ্তাহ অপেক্ষা করা হয়। কেউ কেউ তো আবার বছর ধরে অপেক্ষা করে। কারণ, প্রিয়জনকে উপযুক্ত সম্মান জানাতে এত দিন ধরে তারা বিভিন্ন উপায়ে অর্থ জোগাড় করে।

জনশ্রুতি আছে, তোরাজান উপজাতিরা মনে করে, মৃত্যুতেই জীবনের শেষ নয়। মৃত্যু হলো আধ্যাত্মিক জীবনে প্রবেশের একটি ধাপ মাত্র।

এ ছাড়া তাদের বিশ্বাস, মৃত্যুর পর প্রিয়জনের আত্মা ঘরে ফিরে আসে। কেউ যদি বিদেশে মারা যায়, তাহলে তার আত্মা কখনোই ঘরে ফিরতে পারবে না। তাই গ্রামের বাইরে কেউ মারা গেলে তার পরিবার যথাসাধ্য চেষ্টা করে মৃতদেহ ঘরে ফিরিয়ে আনতে।

প্রতি তিন বছর অন্তর কবর থেকে মমিগুলো বের করে দেখে নেয়া হয় কী পরিস্থিতিতে রয়েছেন তারা। এ ছাড়া কফিনগুলোর মেরামতও করা হয়।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি পর্বতের বিচ্ছিন্ন একটি গ্রামে বাস করে তোরাজান উপজাতির মানুষ। ১৯৭৯ সাল পর্যন্ত এই গ্রামের শাসনব্যবস্থা ছিল নিজেদের হাতেই।

ডাচ মিশনারিদের আবিষ্কারের পর আস্তে আস্তে এই উপজাতি সভ্যতার আলো খুঁজে পায়।

কিন্তু যতই তারা সভ্যতার স্রোতে ভাসুক না কেন, এখনো শতাব্দী প্রাচীন প্রথাগুলো আঁকড়ে ধরে  রয়েছে তোরাজান উপজাতি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া