শান্তি নেই আনন্দ ভাগাভাগিতে- বৃষ্টি বাগড়া
ডেস্ক রিপাের্ট : ঈদুল আজহার দিন ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বিকেলে তা আরো বাড়তে পারে।
সোমবার রাত থেকেই হঠাত হঠাত এ বৃষ্টি হতে দেখা যায়। ঈদ আনন্দে বৃষ্টি বাগড়া দেওয়ায় ঈদগাহ ছেড়ে মসজিদে মসজিদে নামাজ পড়তে হচ্ছে মুসল্লিদের।
আবহাওয়া অধিদফতর থেকে সোমবার রাত সাড়ে ৯টায় আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতর থেকে আরো জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। তাই বৃষ্টির আশঙ্কা প্রবল।