adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ আনন্দে আশরাফুলের মনে শান্তি নেই

ashrafulস্পাের্টস ডেস্ক : ক্রিকেট যার মনের খোরাক। ক্রিকেটকে যিনি মনে প্রাণে ভালবাসেন। সেই ক্রিকেটকে ছেড়ে দীর্ঘ তিনটি বছর নিষেধাজ্ঞার খড়গ নিয়ে পথ চলতে হয়েছে তাঁকে। ভুলের মাশুল হিসেবে ভক্তদের গালমন্দ শুনেছেন একাধিকবার। কেঁদেছেন মনের অজান্তে। এতসব হতাশা আর কষ্টকে বুকে চেপে দেখেছেন রঙিন স্বপ্ন। আবারও মাঠে ফেরার আকুতি। দীর্ঘ পথ পরিক্রমায় অবশেষে গত ১৩ আগস্ট এল সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ।

নিষেধাজ্ঞার শেকল থেকে মুক্তি মিলল বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটের মোহাম্মদ আশরাফুলের। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। যদিও এখনো পূর্ণ হয়নি জাতীয় দলে খেলার স্বপ্ন। তাতে কি খেলার মানুষ খেলায় ফিরেছে। ২২ গজে ফিরতে পেরে আশরাফুলের আনন্দ যেন বাঁধভাঙা।

আনন্দটা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন মেয়ে আরিবা তাসনিম আশরাফুল। প্রথমবারের মত বাবা হওয়ার সুখস্মৃতিটা যে কতটা মধুর, আশরাফুলের মুখেই শুনুন, ‘খেলা খেলা করে জীবনের অনেক সময় পার করেছি। পরিবারকে কম সময় দিয়েছি, আপাতত মেয়ের সাথে খেলতে চাই। আরও কিছুদিন ঘোরের ভিতর কাটাতে চাই। জীবনের সেরা অনুভূতি অনুভব করছি।’

সবমিলে এবার আশরাফুলের ঈদটা হতে পারতো সময়ের সেরা। কিন্তু নিয়তি যে বড়ই নির্মম! আশরাফুলের সুখ দেখে ঈর্ষা হচ্ছিল তার। তাইতো ক্রিকেটে ফেরা আর বাবা হওয়ার আনন্দের মাঝে আশরাফুলকে শুনতে হল বড়সড় দু:সংবাদ। সময়ের সেরা সুখটুকু মুহূর্তেই হারিয়ে গেল। ‘বাবার হার্টের সমস্যাটা আবার তীব্রতর হচ্ছে।’

খবরটি যেন এক নিমেষেই সব আনন্দকে মলিন করে দিল। হৃদয়ের মণিকোঠায় জমতে শুরু করল কালো মেঘ। জমাটবাঁধা মেঘ নিয়ে বাবার আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চাইলেন আশরাফুল। ‘বাবা অসুস্থ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ক্রিকেটে ফিরেছি। পিতা হলাম। এ সবই আমার জন্য মহা খুশির। কিন্তু আজ বাবার অসুস্থতার কাছে এই আনন্দগুলো অনেক ছোটই মনে হচ্ছে।’

এর আগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েও ব্যাট-বলকে বিদায় বলেননি তিনি। ব্যক্তিগতভাবে চালিয়ে গেছেন অনুশীলন। খেলেছেন দেশের বাইরেও। এরপর চলতি বছরের গত জুলাইয়ে ভৈরবের মেয়ে অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল।

প্রসঙ্গত, ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় আশরাফুলের। ৬১ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও আটটি হাফ সেঞ্চুরি। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান তিন হাজার ৪৬৮। রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরিও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া