adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অধিনায়ক’ মরগানের নৈতিকতা নিয়ে প্রশ্ন

mediaitemক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় মরগানকে নিয়ে ইংল্যান্ড জুড়ে সমালোচনা শুরু হয়েছে। একজন অধিনায়কের কাজ দলকে সাহস জোগানো, অথচ তিনি প্রাণের ভয়ে পালিয়েছেন। ক্রীড়া বিশ্লেষক নাসের হুসাইন রবার্ট ফ্রস্টের কবিতার লাইন টেনে প্রশ্ন ছুঁড়েছেন, ‘মরগান এখন তার দলকে কীভাবে বলবেন যেতে হবে বহুদূর…?’

ডেইলিমেইলে লেখা ওই কলামে নাসের বলছেন, হয়তো ইংল্যান্ড দলে মরগানের জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তার জায়গায় নতুন অধিনায়ক বাটলার ভালো করে বসলে ‘ভীতু’ মরগানকে দলে নিতে নিশ্চয়ই আগপাছ ভাববে নির্বাচকরা।

‘একজন অধিনায়ক হিসেবে আপনার উচিত দলকে বোঝানোর। কিন্তু সেটা না করে মরগান নিজেকে সফর থেকে সরিয়ে নিয়েছেন। এরপর সতীর্থদের সামনে তিনি কথা বলবেন কী করে। তারা তো বলবে ট্যাংক আর স্নাইপার ঘেরা হোটেলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারতে না?’ লিখেছেন নাসের। যিনি স্কাই স্পোর্টসের হয়ে বাংলাদেশে আসবেন।

নাসের মরগানের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে বলছেন, ‘২০১০ সালে ভারতে বোমা হামলার পর নিরাপত্তার প্রশ্ন উঠেছিল। মরগানও সে সময় ভীত ছিলেন। কিন্তু পরবর্তীতে তো তিনি অনেকবার আইপিএল খেলতে গেছেন। তাহলে বাংলাদেশে সমস্যা কোথায়?’

মরগানের সিদ্ধান্তের সরাসরি সমালোচনা না করলেও দলটির পরিচালক স্ট্রাউস বলছেন, ‘মরগানের বিষয়ে আমরা হতাশ। কেননা সে রেগ ডিকেসনের মতো নিরাপত্তা বিশেষজ্ঞের কথায়ও ভরসা রাখতে পারেনি।’

রেগ ডিকেসনের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসে ইসিবির প্রতিনিধি দল। ডিকেসন এশিয়ার পরিস্থিতি নিয়ে অভিজ্ঞ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগের হয়ে এক সময় কাজ করতেন। ছিলেন নেলসন ম্যান্ডেলার নিরাপত্তা দলের প্রধান কর্মকর্তাও।

টেলিগ্রাফে লেখা কলামে মাইকেল ভনও মরগানের সমালোচনা করেন। তিনি বলছেন, ‘সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে বাংলাদেশে যেতে পারছেন কুক, আর মরগান পারছেন না। বিষয়টা দৃষ্টিকটু।’

এই মাসের শেষদিন বাংলাদেশে আসবে ইংল্যান্ড। নিরাপত্তা পরিদর্শকরা দেশটির খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ২৬ আগস্ট নির্ধারিত সময়ে বাংলাদেশে আসার ঘোষণা দেন। সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে ইংলিশরা। প্রথম থেকে ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশে আসার কথা ছিল দলটির। কিন্তু গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে ভয়াবহ জঙ্গি হামলার পর বাংলাদেশ সফর নিয়ে চারদিক থেকে নানা মন্তব্য আসতে থাকে। বিসিবি অবশ্য বরাবরই বলে আসছিল, ইংল্যান্ড নির্ধারিত সময়েই আসবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া