adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা ব্যবস্থায় নিশ্চিত হয়েই বাংলাদেশে আসছেন স্টুয়ার্ট ব্রড

broadস্পাের্টস ডেস্ক : মন না চাইলেও বাংলাদেশ সফরে আসতে হবে কারণ ইসিবি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, বাংলাদেশ সফরে না আসতে চাইলে দল থেকে বাদ পড়তে পারেন ইংলিশ ক্রিকেটাররা। তারপরও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট না হতে পেরে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইয়ন মরগান। তবে মরগানের মতো অতোটা সাহসী নন স্টুয়ার্ট ব্রড।
অ্যান্ডারসন, ফিন, উকস, ক্রিস জর্ডান, উইলি, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ইংল্যান্ড জাতীয় দলে এখন পেসারদের ছড়াছড়ি। তাই একবার জায়গা হারালে দলে ফেরাটা কঠিন, এটা বোঝেন স্টুয়ার্ট ব্রড।

বাস্তবতাও এমন যে, সন্ত্রাসবাদের কালো থাবা থেকে এখন আর মুক্ত নয় কোনো দেশই। ইউরোপের মতো উন্নত দেশগুলোতেও হরহামেশাই চলছে সন্ত্রাসী আক্রমন। আর এই বাস্তবতা মেনে নিয়েই বাংলাদেশ সফরে আসছেন ব্রড।

বাঘের দেশেই নিজের শততম টেস্টটি খেলবেন এই ইংলিশ পেসার।

ডেইলি মেইলকে ব্রড বলেন, ‘এটা (বাংলাদেশ সফর) খুবই কঠিন একটি সিদ্ধান্ত তবে আমি বাস্তবতা মেনে নিয়েছি। বাংলাদেশ সফরে জন্য আমি প্রস্তুত।’ কারণ হিসেবে ব্রড বলেন, বিশ্বের প্রতিটি জায়গাতেই এখন ঝুঁকি রয়েছে। এটাই এখন কঠিন বাস্তবতা।’

সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল  ইসিবির নিরাপত্তা বিষয়ক দলের প্রতিবেদনের প্রতি আস্থা আছে তার।

তিনি বলেন, ‘বোর্ড আমাদের সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করেছে। আমি রেগকে (ডিকাসন) অনেক দিন ধরে চিনি। তিনি আমাদের নিশ্চিত করেছেন। আর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েই বাংলাদেশ সফরে যাচ্ছি আমি।’

আগামী ১৬ সেপ্টেম্বর সফরের জন্য দল ঘোষণা করবে ইংল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সূত্র: ডেইলি মেইল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া