adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসি-ভারতীয় বোর্ড লড়াই আরো প্রকট

icc-indiaক্রীড়া প্রতিবেদক : আইসিসি বনাম ভারতীয় বোর্ডের লড়াই এবার আরও প্রকট হয়ে উঠল৷ শনিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি শশাঙ্ক মনোহরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় সভাপতি অনুরাগ ঠাকুর৷ বলেন,‘ বোর্ডে যখন তাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন ডুবন্ত জাহাজ ফেলে ক্যাপ্টেনের চলে যাওয়ার মতো সবাইকে ছেড়ে মনোহর চলে গিয়েছিলেন!’ শুধু তাই নয়, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের নাম তুলে নেওয়ার হুমকিও দিল ভারতীয় বোর্ড৷

সম্প্রতি দুবাইয়ের বৈঠকে আইসিসির ফিন্যান্স কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বিসিসিআইকে৷ যাতে বেশ ক্ষুব্ধ  ভারতীয় বোর্ড৷

সম্প্রতি দু’টি বিষয় নিয়ে বোর্ড-আইসিসি ধুন্ধুমার বেধেছে৷ একটি হল, ইংল্যান্ডে আসন্ন চাম্পিয়ন্স ট্রফিতে তিন গুণ বেশি বাজেটের প্রস্তাব দেওয়া৷ অন্যটি দুই স্তরের টেস্ট ক্রিকেট৷ ভারতে টি-২০ বিশ্বকাপে আইসিসি যে বাজেট রেখেছিল, ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেই বাজেট তিনগুণ বাড়িয়েছে আইসিসি৷ আর তাতেই চটেছেন অনুরাগরা৷ টি-২০ বিশ্বকাপে যেখানে ৫৮টি ম্যাচ হয়েছিল, সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হওয়ার কথা ১৫টি ম্যাচ৷ ভারতে আটটি ভেন্যুতে খেলা হয়েছে, ইংল্যান্ডে হবে তিনটি ভেন্যুতে৷ভারতীয় বোর্ডের প্রশ্ন, ওখানে এত বেশি খরচ কেন?

এর জবাবও অবশ্য দিয়েছেন আইসিসি সভাপতি শশাঙ্ক। বলেছেন,‘ইংল্যান্ড আর ভারতের খরচা কখনও একসঙ্গে তুলনীয় হয়? ইন্ডিয়াতে টপ হোটেল আপনি বোর্ড রেটে ৫ হাজার টাকায় পেয়ে যাবেন। ইংল্যান্ডে ওটাই ৫০ পাউন্ড। ওখানে ৫০ পাউন্ডে কোনও টু স্টার হোটেলও হবে? তার পর যাতায়াতের খরচও কত বেশি। উপমহাদেশের সব ক’টা টিম এখান থেকে ইংল্যান্ড যাবে। খরচা তো এক্সট্রা হবেই। ম্যাচের সময় সেখানে বেশি। টি-টোয়েন্টি থেকে ওয়ান ডে। একটা সাড়ে তিন ঘণ্টার ম্যাচ। একটা সাত ঘণ্টার। ভাড়া কখনও এক হতে পারে?’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া