adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৩০ কিলােমিটার যানজট-গাড়ি চলছে না, বাসেই চালকের ঘুম

bus_127518_0ডেস্ক রিপাের্ট : সময় বয়ে চলছে, কিন্তু পথ আর ফুরায় না। কারণ, গাড়ি চলতে পারছে না একেবারেই। চালক ভাবলেন, ঘুমিয়ে নেয়া যাক এই সময়টায়। এক পর্যায়ে ঘুমিয়েও পড়লেন ক্লান্ত চালক।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে একটি বাসে উঠে এই দৃশ্য দেখা গেলো। একাধিক সড়ক দুর্ঘটনা, যানবাহনের অতিরিক্ত চাপ ও মেঘনা সেতুর ওপর দুটি ট্রাক বিকল হওয়ার কারণে গত বুধবার ভোর রাত থেকে শুরু হওয়া যানজট শনিবারও অব্যাহত আছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে। পুলিশের আপ্রাণ চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি।

১০ সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মুন্সিগঞ্জের গজারিয়াসহ কুমিল্লার গৌরীপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে যানজট দেখা গেছে। সকাল সাড়ে ১০টায় মহাসড়কের ভবেরচর এলাকায় কথা হয় ঢাকা  থেকে ছেড়ে আসা তৃষা পরিবহনের যাত্রী  গোলাম কামালের  সঙ্গে। ভোর সকাল সাড়ে ছয়টায় ঢাকা ছেড়ে এসে কাঁচপুর এলাকায় প্রথমে যানজটের কবলে পড়েন তিনি। এরপর গজারিয়ার আনারপুর আসতেই লেগে যায় সাড়ে চার ঘণ্টা।
গ্রিন লাইন পরিবহনের একটি বাসও ঢাকার রাজারবাগ থেকে থেকে সাড়ে চার ঘণ্টায় আসতে পারে ভবেরচর পর্যন্ত। এই বাসের চালক আরিফ বলেন, স্বাভাবিক সময়ে এটুকু পথ আসতে ৪০ মিনিট লাগার কথা।
নিজের প্রাইভেট কারে করে পরিবারের সমস্যদের নিয়ে ফেণী  যাচ্ছিলেন মোকাম্মেল আনোয়ার। উত্তরা থেকে রওয়ানা দিয়ে সাড়ে পাঁচ ঘন্টায় তিনি মেঘনা সেতু পার হয়ে ভাটেরচর এলাকায় পৌঁছতে পেরেছিলেন।  বলেন, ‘কতক্ষণে বাড়ি পৌঁছতে পারবো, সেটা জানি না।’

ঈদের আগের তিন দিন মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও এই মহাসড়কে এখনও চলছে এসব যানবাহন। নোয়াখালী থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী গাড়ি নিয়ে চালক আবদুর রব ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন গত রাতে। রাত একটায় দাউদকান্দির গৌরীপুরে আটকে পড়ে সকাল সাড়ে দশটায় মেঘনা-গোমতী সেতু পার হয়ে বাউশিয়া এলাকায় আবার আটকে ছিলেন তিনি। তিনি সাত ঘন্টায় অতিক্রম কেেছন আনুমানিক ৩০ কিলোমিটার পথ।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবুল হাশেম জানান, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে  মালবাহী যানবাহন ধীরে ধীরে ওঠার কারণেই এই যানজট বেধেছে।

তবে নিষিদ্ধ থাকার পরও এসব পণ্যবাহী গাড়ির বিরুদ্ধে পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া